নিউইয়র্ক: জমজমাট টাইম স্কোয়ারও রেহাই পেল না বন্দুকবাজের হামলা থেকে। চার ব্যক্তির নিজেদের মধ্যে ঝগড়ার মাঝে চলে আসায় গুলির আঘাতে আহত হলেন চার বছরের শিশু সহ এক মহিলা ও যুবক। এখনও অবধি অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ চার বছরের শিশুকে নিয়ে নিউইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়ারে খেলনা কিনতে আসেন এক পরিবার। প্রতিদিনের মতো সেখানে ভিড় ছিল পর্যটকদেরও। আচমকাই দুই-চারজন ব্যক্তির ঝগড়ার মাঝে চলে আসেন। বচসাকারীদের মধ্যে একজন আচমকাই পকেট থেকে বন্দুক বের করেন। হাতাহাতিতে এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে।
বন্দুকের একটি গুলি স্ট্রোলারে বসা চার বছরের শিশুর পায়ে লাগে। অপর গুলিটি লাগে ৪৬ বছর বয়সী এক স্থানীয় মহিলার। রোড আইল্যান্ড থেকে আসা এক পর্যটকের পায়েও গুলি লাগে। আহত তিনজনকেই ম্যানহ্যাটনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে সকলেই বিপদমুক্ত বলে জানা গিয়েছে।
পুলিশের তরফে জানানো হয়, ভিড়ের কারণ অভিযুক্তদের এখনও চিহ্নিতকরণ ও গ্রেফতার সম্ভব হয়নি। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের এগিয়ে এসে বয়ান দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ চলছে।
আরও পড়ুন: প্লাস্টিক ব্যাগ থেকে বের করা হল দেহ, করোনা রোগীর দেহ কবর দিতে হাজির ১৫০, মৃত ২১