China Earthquake: ভূমিকম্পের ধাক্কায় ভয়াবহ অবস্থা চিনে, বাড়তে পারে মৃতের সংখ্যা, সমবেদনা জানাল ভারত

Earthquake In China: চেংডুর ২১ লক্ষের বেশি জনসংখ্যা অধিকাংশ মানুষ দিনে বেশিরভাগ সময়ে বাড়ির বাইরে কাটিয়েছেন কারণ ভূমিকম্পের পর একের পর এক আফটারশকে তাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

China Earthquake: ভূমিকম্পের ধাক্কায় ভয়াবহ অবস্থা চিনে, বাড়তে পারে মৃতের সংখ্যা, সমবেদনা জানাল ভারত
ছবি: সংবাদ সংস্থা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2022 | 7:17 AM

বেজিং: সোমবার মারাত্মক ভূমিকম্পের মুখোমুখি হয়েছে চিনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সিচুয়ান প্রদেশ। ওই অঞ্চলে একের করোনার প্রকোপ বাড়ছে, তার ওপর নজিরবিহীন খরা পরিস্থিতির মধ্যে এই ভূমিকম্প স্থানীয়দের সমস্যা অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে সিচুয়ান প্রদেশ। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ভূমিকম্পের কারণে কমপক্ষে ৪৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ইতিমধ্যেই ৫০ এর গণ্ডি পার করেছে। মনে করা হচ্ছে, উদ্ধার কাজ আরও তৎপরতার সঙ্গে শুরু হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

চেংডুর ২১ লক্ষের বেশি জনসংখ্যা অধিকাংশ মানুষ দিনে বেশিরভাগ সময়ে বাড়ির বাইরে কাটিয়েছেন কারণ ভূমিকম্পের পর একের পর এক আফটারশকে তাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ভূমিকম্পের কারণে জল, বিদ্যুৎ, পরিবহণ ও টেলি যোগাযোগ পরিষেবা ব্যাহত হয়েছে বলেই জানা গিয়েছে। চিনের এই ভূমিকম্পের ঘটনায় সমবেদনা জানিয়েছে ভারত। চিনের ভারতীয় দূতাবাসের তরফে টুইট করে বলা হয়েছে, “৫ সেপ্টেম্বর সিচুয়ান প্রদেশে হওয়া ভূমিকম্পে মৃতদের শ্রদ্ধা জানাই এবং যাঁরা ভূমিকম্পে আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।”

ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি সামাল দিয়ে উদ্ধারকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিংপিং। ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে যথাযথভাবে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন চিনা প্রেসিডেন্ট। জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট জিংপিং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রক এবং অন্যান্য বিভাগকে ত্রাণ কার্য পরিচালনার জন্য সিচুয়ানে দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্টের তরফে পিপলস লিবারেশন আর্মি এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সকে সক্রিয়ভাবে উদ্ধারকাজে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিনের রেড ক্রস সোসাইটি ভূমিকম্পের পর একটি উদ্ধারকাজে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তাদের তরফে ৩২০টি তাঁবু, ২,২০০টি ত্রাণ প্যাকেজ, ১,২০০টি কুইল্ট এবং ৩০০টি ফোল্ডিং বেড ত্রাণের অংশ হিসেবে ক্ষতিগ্রস্থ এলাকায় পাঠানো হয়েঠছে। সোসাইটির তরফে উদ্ধারকার্যে সাহায্য করার জন্য বিশেষ স্বেচ্ছাসেবক দলও সেখানে পাঠানো হয়েছে।