নতুন বছর। কোথায় আনন্দে-উৎসবে মেতে থাকবে, তা নয়, আতঙ্কেই কাঁটা সবাই। ২০২০ সালের স্মৃতি যে এখনও তাজা। করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে থমকে গিয়েছিল গোটা বিশ্বই। লকডাউনে ঘরবন্দি হয়েছিলেন সকলে। কোটি কোটি মানুষ করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। এই করোনা ভাইরাসের উৎস ছিল চিন। সেখান থেকেই বিশ্বজুড়ে ভাইরাস ছড়িয়ে পড়েছিল। ৫ বছর পর ফের ভাইরাস আতঙ্ক ফিরছে। এবার করোনা নয়, হিউম্যান মেটানিউমোভাইরাস (Human Metapneumovirus) হু হু করে ছড়িয়ে পড়ছে চিনে। হাসপাতালগুলিতে রোগীদের ভিড়। সকলের মুখে মাস্ক। ঠিক যে চিত্রটা ২০২০ সালে দেখা গিয়েছিল। পড়শি দেশে সংক্রমণ ছড়াতে স্বাভাবিকভাবেই এদেশেও নয়া ভাইরাস নিয়ে চিন্তা বেড়েছে। কিন্তু এই এইচএমপিভি কী? এর উপসর্গই বা কী? নয়া ভাইরাসের পরিচয়- মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, ২০০১ সালে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাসের খোঁজ মেলে। এটি নিউমোভিরিডে ভাইরাস পরিবারের অংশ। এই ভাইরাসের সংক্রমণের স্থায়িত্ব সাধারণত ৩ থেকে ৬ দিন হয়। তবে সংক্রমণের গুরুতর হলে, রোগের স্থায়িত্বও বাড়ে। এইচএমপিভি সংক্রমণ থেকে ব্রঙ্কাইটিস বা...