বিশ্বকে থমকে দেবে কোভিড পার্ট-২? জানুন চিনের নতুন ভাইরাস HMPV-র খুঁটিনাটি

HMPV Outbreak in China: হিউম্য়ান মেটানিউমোভাইরাস ও কোভিড-১৯-র উপসর্গ অনেকটাই এক। দুই ভাইরাস সংক্রমণেই শ্বাসযন্ত্রে সমস্যা হয়। জ্বর, সর্দি, কাশি, গলা ধরা, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়। চিনে এই ভাইরাস সম্প্রতিই বাড়াবাড়ির আকার নিয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তির হার ব্য়াপক হারে বৃদ্ধি পেয়েছে।

বিশ্বকে থমকে দেবে কোভিড পার্ট-২? জানুন চিনের নতুন ভাইরাস HMPV-র খুঁটিনাটি
করোনার পার্ট-২ চিনে?Image Credit source: TV9 বাংলা

|

Jan 03, 2025 | 2:35 PM

নতুন বছর। কোথায় আনন্দে-উৎসবে মেতে থাকবে, তা নয়, আতঙ্কেই কাঁটা সবাই। ২০২০ সালের স্মৃতি যে এখনও তাজা। করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে থমকে গিয়েছিল গোটা বিশ্বই। লকডাউনে ঘরবন্দি হয়েছিলেন সকলে। কোটি কোটি মানুষ করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। এই করোনা ভাইরাসের উৎস ছিল চিন। সেখান থেকেই বিশ্বজুড়ে ভাইরাস ছড়িয়ে পড়েছিল। ৫ বছর পর ফের ভাইরাস আতঙ্ক ফিরছে। এবার করোনা নয়, হিউম্যান মেটানিউমোভাইরাস (Human Metapneumovirus) হু হু করে ছড়িয়ে পড়ছে চিনে। হাসপাতালগুলিতে রোগীদের ভিড়। সকলের মুখে মাস্ক। ঠিক যে চিত্রটা ২০২০ সালে দেখা গিয়েছিল। পড়শি দেশে সংক্রমণ ছড়াতে স্বাভাবিকভাবেই এদেশেও নয়া ভাইরাস নিয়ে চিন্তা বেড়েছে। কিন্তু এই এইচএমপিভি কী? এর উপসর্গই বা কী? নয়া ভাইরাসের পরিচয়- মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, ২০০১ সালে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাসের খোঁজ মেলে। এটি নিউমোভিরিডে ভাইরাস পরিবারের অংশ।...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন