Beijing Accident: তুষারপাতের জেরে মুখোমুখি দুই ট্রেনের ধাক্কা, হাসপাতালে ভর্তি ৫১৫

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকারী দল, এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস পৌঁছে যায় ঘটনাস্থলে। শুরু হয় আহতদের উদ্ধার এবং হাসপাতালে পাঠানোর কাজ। ৫১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১০২ জনের হাড় ভেঙেছে। বেশ কিছু জনকে ছেড়ে দেওয়া হলেও এখনও ৬৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ২৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Beijing Accident: তুষারপাতের জেরে মুখোমুখি দুই ট্রেনের ধাক্কা, হাসপাতালে ভর্তি ৫১৫
বেজিংয়ে ট্রেন দুর্ঘটনাস্থলImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 4:54 PM

বেজিং: প্রবল ঠান্ডায় কাঁপছে চিন। সে দেশের বিভিন্ন এলাকায় তুষারপাত চলছে। প্রবল তুষারপাতের জেরেই দুর্ঘটনার কবলে পড়ল দুটি সাবওয়ে ট্রেন। বেজিংয়ে দুই ট্রেনের ধাক্কার জেরে প্রায় শতাধিক জন আহত হয়েছেন। এর মধ্যে ৫১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংবাদ সংস্থা এপি সূত্রে জানা গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ১০২ জনের হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে। বুধবার এই ঘটনা ঘটেছে চিনের রাজধানীতে। শুক্রবার ঘটনার কথা জানানো হয়েছে।

বেজিংয়ের পশ্চিমাংশে পার্বত্য এলাকা দিয়ে যাচ্ছিল সাবওয়ে ট্রেন। গত কয়েক দিন ধরে লাগাতার তুষারপাতের জেরে পিচ্ছিল হয়েছিল রেললাইন। এর জেরে দ্রুতগতিতে চলা সাবওয়ে ট্রেন লাইনচ্যুত হয়। এর পরই পিছন থেকে আসা ট্রেন সরাসরি ধাক্কা মারে ওই ট্রেনে। লাইন পিচ্ছিল থাকায় ব্রেক কষেক ট্রেন দাঁড় করানো যায়নি বলেও চিনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকারী দল, এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস পৌঁছে যায় ঘটনাস্থলে। শুরু হয় আহতদের উদ্ধার এবং হাসপাতালে পাঠানোর কাজ। ৫১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১০২ জনের হাড় ভেঙেছে। বেশ কিছু জনকে ছেড়ে দেওয়া হলেও এখনও ৬৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ২৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রবল তুষারপাতের জন্য চিনের বিভিন্ন শহরে স্কুল বন্ধ রাখা হয়েছে। ট্রেন চলাচলেও এর প্রভাব পড়েছে। রাস্তাঘাট ভরেছে তুষারে। বেজিংয়ের তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রিতে নেমে গিয়েছে বলে জানা গিয়েছে। বেজিংয়ে শীতকালে প্রবল ঠাণ্ডা পড়ে। শীতল হাওয়ায় সেখানে হাত-পা জমে যাওয়ার অবস্থা হয়। তবে তুষারপাত সেখানে কিছুটা হলেও বিরল।