Shooting in Class: ৬ বছরের পড়ুয়া গুলি চালাল ক্লাসে, আহত শিক্ষক

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jan 07, 2023 | 2:26 PM

USA: শুক্রবার ক্লাসের মধ্যেই ওই স্কুলের এক ছাত্র গুলি চালায় বলে অভিযোগ। সেই গুলিতেই আহত হন ওই স্কুলের শিক্ষক।

Shooting in Class: ৬ বছরের পড়ুয়া গুলি চালাল ক্লাসে, আহত শিক্ষক
প্রতীকী ছবি

Follow Us

ভার্জিনিয়া: ৬ বছরের ছেলে। পড়ে প্রাথমিক স্কুলে। এই বয়সেই তার হাতে চলে এসেছে বন্দুক। সেই বন্দুক নিয়ে স্কুলেও এসেছিল সে। তার পর ক্লাস চলাকালীন বন্দুক বের করে চালিয়েছে গুলি। ছাত্রের চালানো গুলির আঘাতে গুরুতর আহত হয়েছেন ওই ক্লাসের শিক্ষক। শুক্রবার এই ঘটনা ঘটেছে আমেরিকার ভার্জিনিয়ায়। ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সেখানকার রিচনেক এলিমেন্টারি স্কুলে ঘটেছে এই ঘটনা। যদিও গুলিচালনার ঘটনায় ওই ক্লাসের কোনও পড়ুয়া আহত হয়নি বলে জানা গিয়েছে। ঘটনা নিয়ে তদন্তে নেমেছে আমেরিকার ওই প্রদেশের পুলিশ। গুলিচালানোয় অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেনি।

আমেরিকার ভার্জিনিয়ার রিচনেক এলিমেন্টারি স্কুলে গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ক্লাসের মধ্যেই ওই স্কুলের এক ছাত্র গুলি চালায় বলে অভিযোগ। সেই গুলিতেই আহত হন ওই স্কুলের শিক্ষক। ৩০ বছরের ওই শিক্ষক গুলির আঘাতে গুরুতর আহত ওই শিক্ষক। এমনকি তাঁর জীবন সংশয়ের মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। তবে দুর্ঘটনাবশত এই গুলিচালনার ঘটনা ঘটেনি বলেই মত পুলিশের। পরিকল্পনা করেই এই গুলি চালনা হয়েছে বলে জানা গিয়েছে।

এ নিয়ে স্থানীয় পুলিশ প্রধান স্টিভ ড্রিও বলেছেন, “৬ বছরের এক ছাত্র গুলি চালিয়েছে ক্লাসে। সে এখন পুলিশি হেফাজতে রয়েছে। দুর্ঘটনার জেরে এই গুলি চলেনি।” ঘটনা নিয়ে ওই স্কুলের সুপারিন্টেন্ডেন্ট জর্জ পার্কার বলেছেন, “আমি স্তম্ভিত। এবং খুবই দুঃখিত। বাচ্চাদের হাতে কী ভাবে অস্ত্র আসে তা নিয়ে ভেবে দেখার সময় এসেছে। আমার কমিউনিটিকে এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। নিশ্চিত করতে হবে যাতে বাচ্চদের হাতে কোনও ভাবেই বন্দুক না যায়।”

দিন কয়েক আগেই আমেরিকার টেক্সাসের উভালদেতে একটি স্কুলের মধ্যে গুলি চালিয়েছিল ১৮ বছরের এক বন্দুকবাজ। সেই গুলিচালনার ঘটনায় ১৯ জন পড়ুয়া ও দুই শিক্ষকের মৃত্যু হয়েছিল। গত বছর আমেরিকায় ৪৪ হাজার জনের মৃত্যু হয়েছে বিভিন্ন গুলিচালনার ঘটনায়। তবে আমেরিকার স্কুলে গুলি চালনার ঘটনা মোটেই বিচ্ছিন্ন নয়। সাম্প্রতিক অতীতে গোটা আমেরিকা জুড়েই এ রকম ঘটনা ঘটেছে। তা নিয়ে সমালোচনা হয়েছেও প্রবল। খোদ মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন কয়েক মাস আগেই। এবং আমেরিকায় বন্দুক রাখার আইনে বদল আনার চিন্তাভাবনাও চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Next Article