Fire: প্রাণ বাঁচাতে ঝাঁপ, আগুনেও পুড়লেন অনেকে, তুরস্কে মৃত ৬৬
Fire: তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন, "আমরা গভীরভাবে মর্মাহত। ৬৬ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। ৫১ জন জখম হয়েছেন।" তুরস্কে এখন ২ সপ্তাহের জন্য স্কুলের ছুটি চলছে। ফলে হোটেলগুলিতে ভিড় বেড়েছে।
ইস্তানবুল: কেউ ঝাঁপ দিলেন। কেউ জানালা দিয়ে দড়ি বেয়ে নিচে নামলেন। বাঁচানোর জন্য আর্ত চিৎকারও করছিলেন অনেকে। উত্তর-পশ্চিম তুরস্কের একটি হোটেলে আগুন লেগে মৃত্যু হল ৬৬ জনের। জানিয়েছেন তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়ারলিকায়া।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টা ২৭ মিনিটে ১২ তলা ওই হোটেলে আগুন লাগে। হোটেলের বাইরে দিকে কাঠের আবরণ রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন একাধিক মন্ত্রী। কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন।
তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন, “আমরা গভীরভাবে মর্মাহত। ৬৬ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। ৫১ জন জখম হয়েছেন।” তুরস্কে এখন ২ সপ্তাহের জন্য স্কুলের ছুটি চলছে। ফলে হোটেলগুলিতে ভিড় বেড়েছে। ওই হোটেলে ২৩৮ জন ছিলেন বলে জানা গিয়েছে।
এই খবরটিও পড়ুন
মনে করা হচ্ছে, হোটেলের রেস্তোরাঁয় প্রথমে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হোটেলের একটা অংশ খাড়া পাহাড়ের দিকে হওয়ায় আগুন নেভাতে সমস্যা পড়েন দমকলকর্মীরা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাণ বাঁচাতে অনেকেই হোটেল থেকে ঝাঁপ দেন। তাতে প্রাণ গিয়েছে কয়েকজনের।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখতে প্রশাসনিক ও বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আগুন লাগার ঘটনায় কারও গাফিলতি প্রমাণ হলে কড়া পদক্ষেপ করা হবে বলে তিনি জানান।
কোনও রকমে হোটেল থেকে বেরিয়ে আসার পর একজন বলেন, আগুন লাগলেও কোনও ফায়ার অ্যালার্ম বাজেনি। পাশের একটি হোটেলে কর্মরত বরিস সালগুর নামে এক কর্মী বলেন, “গভীর রাতে হঠাৎ আর্তনাদ শুনতে পাই। ওই হোটেলের অতিথিরা চিৎকার করে বলতে থাকেন, কম্বল নিচে পাতুন, আমরা ঝাঁপ দেব। যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি। দড়ি এনেছি। সোফা এনেছি।” আগুন থেকে বাঁচতে কয়েকজন নিচে ঝাঁপ দেন বলে তিনি জানান।