লন্ডন: প্রায় ৯৭ বছর আগে বোতলবন্দি হয়েছিল সিঙ্গল মল্ট হুইস্কি। ১৯২৬ সালে ম্যাকালান ডিসটিলারি ওই হুইস্কি তৈরি করেছিল। সেই হুইস্কির সম্প্রতি নিলাম হবে লন্ডনের সোথেবেতে। সেই নিলামে ৯৭ বছরের পুরনো ওই হুইস্কির দাম উঠতে পারে ১২ লক্ষ ইউরো। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯.৯ কোটি টাকা। ওই বোতলের হুইক্সিকে ‘বহু মূল্যবান স্কচ হুইক্সি’ বলে অভিহিত করেছে ম্যাকালান ডিস্টিলারি। এই হুইস্কি যখন ৯৭ বছর আগে বোতলবন্দি করা হয়েছিল, তখন সেই সময়ের প্রেক্ষিতে অনেক আধুনিকভাবে তা বোতলবন্দি হয়েছিল। এই হুইস্কির বোতলের বিপুল দামের পিছনে এটিও একটি কারণ।
জানা গিয়েছে, ম্যাকালান ডিসটিলারির ওই স্কচ হুইস্কি ১৯২৬ সালে বোতলবন্দি হলেও, তা তৈরি হয়েছিল ১৮৮৬ সালে। দীর্ঘ ৬ দশক ধরে তা এজিং হওয়ার পর বোতলবন্দি করা হয়েছিল। ওই এক বোতল হুইস্কির যা দাম উঠবে, তাতে ২৫ মিলিলিটার পেগের দাম পড়তে পারে ২৫ থেকে ৪০ হাজার ইউরো। ভারতীয় মুদ্রায় তা ২২ লক্ষ থেকে ৩৫ লক্ষ টাকা। অতীতেও ওই সংস্থা বেশ স্কচ হুইস্কির দুর্লভ বোতল বিক্রি করেছে। সেগুলির ক্ষেত্রেও ভাল দাম উঠেছিল।
যেখানে এই হুইস্কির নিলাম হবে তার প্রধান জনি ফাউলে বলেছেন, “দ্য ম্যাকালান ১৯২৬ এমন একটি হুইস্কি, যা প্রত্যেক নিলামকারী বিক্রি করতে চান এবং প্রত্যেক সংগ্রহকারী তা নিজের সংগ্রহে রাখতে চান। এই হুইস্কির দাম নতুন রেকর্ড গড়বে বলে আমাদের আশা। ইতিমধ্যেই এ নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে।”