UK Boy Writes To Zelenskyy : যুদ্ধের মাঝে এক টুকরো অক্সিজেন! জ়েলেনস্কিকে হাতে লেখা চিঠিতে পাশে থাকার বার্তা ব্রিটেনের খুদের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 10, 2022 | 3:20 PM

UK Boy Writes To Zelenskyy : ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কিকে চিঠি লিখে সমর্থনের কথা জানালেন ১২ বছর বয়সী এক ছেলে। সেই চিঠির জবাবে একটি চিঠি পাঠান জ়েলেনস্কিও।

UK Boy Writes To Zelenskyy : যুদ্ধের মাঝে এক টুকরো অক্সিজেন! জ়েলেনস্কিকে হাতে লেখা চিঠিতে পাশে থাকার বার্তা ব্রিটেনের খুদের
গ্রাফিক্স : টিভি৯ বাংলা

Follow Us

লন্ডন : ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর আড়াই মাস পেরিয়ে গিয়েছে। যুদ্ধের তেজ এখনও কমেনি। ইউক্রেনের বাতাসে গোলা, বারুদের গন্ধ। এই সামরিক অভিযানে ইউক্রেনীয় সেনা সহ সাধারণ মানুষের প্রাণহানির পরেও এই ঘটনা যুদ্ধ বলে মানতে নারাজ রাশিয়া। পুতিনের এই আগ্রাসী মনোভাবের মাঝেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য, সমর্থন, পাশে থাকার আশ্বাস পেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। পশ্চিমী দেশগুলি যেভাবে ইউক্রেনকে অর্থ সাহায্য, সামরিক সাহায্য পাঠিয়েছে, সেরকমই রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এইবার পাশে থাকার বার্তা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে চিঠি লিখল এক খুদে। তার চিঠিরও জবাব দেয় ইউক্রেনের ‘হিরো’।

১২ বছরের ছেলে থমাস হ্যান্ডলে। দুরহাম কাউন্টির বাসিন্দা সে। ব্রিটেনের দুরহাম ট্রিনিটি স্কুলে পড়াশোনা করে। তার সেই স্কুলের তরফে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ত্রাণ পাঠানো হয়েছে। তার সঙ্গেই সেই খুদে জ়েলেনস্কিকে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছে। এই খুদেটি জ়েলেনস্কিকে সর্বসেরা প্রেসিডেন্ট বলেই বিবেচনা করে। চিঠিতে সে লিখেছে, “ইউক্রেনকে সাহায্য করতে পেরে খুশি।” এই ছোট্ট ছেলেটির পাশে থাকার বার্তাবহ চিঠিটি খুঁজে পান পোল্যান্ডের কিছু শরণার্থী। তারপর তা ইউক্রেনের প্রেসিডেন্টের কাছেও পাঠানো হয়। আশ্চর্যের বিষয় হল, এই চিঠি জ়েলেনস্কি পড়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতে নিজেও একটি চিঠি লিখেছেন। জ়েলেনস্কি লিখেছেন, “প্রিয় থমাস, তোমার এই সাহায্যের চিঠির জন্য ধন্যবাদ। আমি ঠিক আছি এবং সাহায্যের জন্য ধন্যবাদ। আমরা আশা করছি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে পারব। সব দেশের নাগরিকদের খাবার দিতে পারব ও শহরগুলি পুনরায় গড়ে তুলতে পারব।”

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের থেকে নিজের লেখা চিঠির উত্তর পেয়ে উচ্ছ্বসিত ১২ বছর বয়সী এই ছেলেটি। পাশাপাশি উৎসাহিত তার স্কুলও। ব্রিটেনের শিক্ষা দফতরের তরফে টুইটে জ়েলেনস্কির দেওয়া উত্তর পোস্ট করা হয়েছে। সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের চিঠি হাতে ছেলেটির হাসিভরা মুখের ছবিও দেওয়া হয়েছে। এই টুইটে লেখা হয়েছে, “ইউক্রেনের প্রেসিডেন্ট কাউন্টি দুরহামের ১২ বছর বয়সী এক ছেলের চিঠির উত্তর দিয়েছেন। তিনি লিখেছেন, ‘তুমি চিঠিতে যা লিখেছ এবং ব্রিটেন আমাদের সমর্থনের জন্য যা করেছে তা আমার ও আরও অনেকের মুখি হাসি এনে দিয়েছে।'”। যুদ্ধ তো লেগেই থাকে। হিংসা, মারামারি, প্রাণহানি, রক্ত, গোলা-বারুদ। সব অনিশ্চয়তা, দম বন্ধ হয়ে আসার পরিস্থিতির মধ্যে কোনও দেশের সমর্থন যেন লড়ে যাওয়ার শক্তি জোগায়। সঙ্গে এই ধরনের খুদের ‘মিষ্টি’ বার্তা যুদ্ধের ক্ষতে মলম লাগায়।

Next Article