বার্সেলোনা: স্পেন সফরে বুধবার ক্যাটালোনিয়া সরকারের প্রেসিডেন্ট এইচ পেরে অ্যারাগোনেস গার্সিয়ার সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্য়ায়-সহ রাজ্যের এক প্রতিনিধি দল এদিন দেখা করেন ক্যাটালোনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে। রাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন স্পেনে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েকও। বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে এদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তাও তাঁরা পৌঁছে দিয়েছেন ক্যাটালোনিয়া সরকারের প্রেসিডেন্টের কাছে।
বৈদ্যুতিন গাড়ি ও অন্যান্য অটোমোবাইল ক্ষেত্র, বিভিন্ন স্টার্টআপ নিয়ে দু’পক্ষের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। এর পাশাপাশি তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে, পর্যটন ও কল-কারখানা নিয়েও আলোচনা হয়েছে ক্যাটালোনিয়া ও পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের মধ্যে। সামনেই রাজ্যে বিশ্ব বাংলার বাণিজ্য সম্মেলন রয়েছে। দেশ-বিদেশের শিল্পপতি ও উদ্যোগপতিরা নভেম্বরের ওই মেগা বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন। ক্যাটালোনিয়াকেও বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আসার জন্য এদিন আমন্ত্রণ জানিয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায়রা।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বাংলায় আরও বিনিয়োগ টানতে বিদেশ সফরে গিয়েছেন। গতকাল বার্সেলোনায় এক বাণিজ্য সম্মেলনেও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি। বাংলায় বিনিয়োগের কী কী সুবিধা রয়েছে, সেই সবও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর স্পেন সফরকালে রাজ্যে লগ্নি টানতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। বিশ্বের প্রথম সারির বস্ত্র বিপণী সংস্থা জ়ারার সঙ্গে বৈঠক হয়েছে। বাংলায় নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতেও রাজি হয়েছে জ়ারা। শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির সঙ্গেই নয়, বাংলার ক্রীড়াক্ষেত্রকে আরও উন্নত করতে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করছেন মমতা। বাংলায় ফুটবল প্রশিক্ষণে সাহায্য় করতে উৎসাহী লা লিগা কর্তৃপক্ষও। এছাড়া আরও বেশ কিছু মৌ চুক্তি সই হয়েছে মুখ্যমন্ত্রীর স্পেন সফরকালে।