Sandwich Order: স্যান্ডউইচ খেতে গিয়ে ৬ লাখ টাকার টিপ! তারপর থেকেই ব্যাঙ্কে ছোটাছুটি

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 25, 2023 | 12:04 PM

Sandwich Order: সালামি, পেপারনি দিয়ে একটি হ্যাম স্যান্ডউইচ অর্ডার করেছিলেন তিনি। তৃপ্তি করে খেয়ে টিপস দিতে যাচ্ছিলেন তিনি। স্যান্ডউইচের দাম ছিল সাড়ে ৭ মার্কিন ডলার। কিন্তু ভুল করে তিনি সাত হাজার মার্কিন ডলারেরও বেশি দিয়ে ফেলেছেন। টিপ দিয়েছেন ৭ হাজার ১০৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার হিসেব হয় প্রায় ৫ লাখ ৯২ হাজার টাকা।

Sandwich Order: স্যান্ডউইচ খেতে গিয়ে ৬ লাখ টাকার টিপ! তারপর থেকেই ব্যাঙ্কে ছোটাছুটি
স্যান্ডউইচ খেতে গিয়ে বিপত্তি
Image Credit source: Pixabay

Follow Us

নিউ ওয়র্ক: স্যান্ডউইচ খেতে গিয়ে ভুল করে মোটা টাকার টিপ দিয়ে ফেলেছেন মহিলা। তারপর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এখন ব্যাঙ্কের সঙ্গে একপ্রকার ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছেন তিনি। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। গত ২৩ অক্টোবর ভেরা কোনার নামে ওই মহিলা এক নামী স্যান্ডউইচ-বার্গারের দোকানে ঢুকেছিলেন। সালামি, পেপারনি দিয়ে একটি হ্যাম স্যান্ডউইচ অর্ডার করেছিলেন তিনি। তৃপ্তি করে খেয়ে টিপস দিতে যাচ্ছিলেন তিনি। স্যান্ডউইচের দাম ছিল সাড়ে ৭ মার্কিন ডলার। কিন্তু ভুল করে তিনি সাত হাজার মার্কিন ডলারেরও বেশি দিয়ে ফেলেছেন। টিপ দিয়েছেন ৭ হাজার ১০৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার হিসেব হয় প্রায় ৫ লাখ ৯২ হাজার টাকা।

সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমে ভেরা কোনার দাবি করেছেন, তিনি ভুল বশত ওই টাকা দিয়ে ফেলেছেন। সেখানে লয়াল্টি পয়েন্ট ভেবে ফোনের শেষ ছয় ডিজিট টাইপ করে ফেলেছিলেন। মহিলার দাবি, কোনওভাবে স্ক্রিনটি বদলে গিয়েছিল এবং টিপ হিসেবে সেই টাকা চলে গিয়েছে। এমন অবস্থায় এবার সেই টাকা ফেরত চেয়ে ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছেন মহিলা। স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মহিলা জানাচ্ছেন, “আমি বিলের দিকে তাকিয়ে তো চমকে গিয়েছিল। এত টাকা টিপ কেউ দেয় নাকি!” প্রাথমিক ধাক্কা কাটিয়ে তিনি ব্যাঙ্ক অব অ্যামেরিকার সঙ্গে যোগাযোগ করেন। ওই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেই স্যান্ডউইচের টাকা দিয়েছিলেন তিনি।

কিন্তু মহিলার বক্তব্য, ব্যাঙ্ক এখন সেই টাকা ফেরাতে অস্বীকার করছে। বলছেন,  “আমি ভেবেছিলাম হয়ত এটা সহজেই মিটে যাবে। কিন্তু ব্যাঙ্ক এখন সেটা অস্বীকার করছে।” এমনকী ব্যাঙ্ক থেকে যে উত্তর তাঁকে দেওয়া হয়েছে, সেখানেও স্পষ্ট কোনও কারণ উল্লেখ করা নেই বলেই দাবি মহিলার।

Next Article