থ্যাংকস গিভিংয়ের দিনেই সিঙ্কহোল গিলে নিল গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মালিক

tista roychowdhury | Edited By: সুমন মহাপাত্র

Dec 01, 2020 | 7:18 PM

২৬ নভেম্বর রাতে, গাড়ির মালিকের ভাই ওয়ানজি শেরপা দেখেন তাঁদের গাড়িটি হঠাৎ করে যেন ঢুকে যাচ্ছে মাটির তলায় (Car swallowed In Sinkhole)। ঘটনার আকস্মিকতায় কিছুটা বিহ্বল হয়ে গেলেও কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন গাড়িটির অর্ধেক আত্মসাৎ করেছে ম্যানহোল।

থ্যাংকস গিভিংয়ের দিনেই সিঙ্কহোল গিলে নিল গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মালিক
দুর্ঘটনা, প্রতীকী ছবি

Follow Us

TV9বাংলা ডিজিটাল : চলছে থ্যাংকস গিভিং ডে(Thanks Giving Day)। পরিবারের সঙ্গে উদযাপনের দিন। আর সেই দিনই বড়সড় বিপদের মুখ থেকে বাঁচলেন এক টয়োটা (Toyota) গাড়ির মালিক। নিউইয়র্কের(New York City) ব্যস্ত রাস্তায় হঠাৎ করেই খুলে গেল সিঙ্কহোল। আর তাতেই উল্টো পড়ল গাড়ি(Car swallowed In Sinkhole)।

২৬ নভেম্বর রাতে, গাড়ির মালিকের ভাই ওয়ানজি শেরপা দেখেন তাঁদের গাড়িটি হঠাৎ করে যেন ঢুকে যাচ্ছে মাটির তলায় (Car swallowed In Sinkhole)। ঘটনার আকস্মিকতায় কিছুটা বিহ্বল হয়ে গেলেও কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন গাড়িটির অর্ধেক আত্মসাৎ করেছে ম্যানহোল।

আরও পড়ুন : চিনিতেই চান্স নিচ্ছে ভারত : চলতি মরশুমে ৫.২ লাখ টন চিনি রপ্তানির প্রচেষ্টা

প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকলকর্মী। গাড়িটি উদ্ধার করা হয়। গাড়ির মালিক থুপ্পন জানান,সৌভাগ্যবশত গাড়ির মধ্যে ছিলেন না তিনি। তাই বাঁচোয়া। সত্যিই রাখে হরি মারে!

 

Next Article