লন্ডন: ৫০ বছর আগে কোনও জিনিস হারিয়ে ফেলেছিলেন। এত বছর পর তা ফিরে পেলেন। কেমন অনুভূতি হবে? সেই অনুভূতি বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। তেমনই হয়েছে ব্রিটেনের ওসওয়েস্ট্রির এক বৃদ্ধের। পাঁচ দশক আগে হারিয়ে যাওয়া রোলেক্স ঘড়ি ফিরে পেলেন তিনি। আনন্দে আত্মহারা ৯৫ বছরের জেমস স্টিল।
জেমস স্টিল বলেন, সাতের দশকের শুরুতে তিনি ঘড়িটি হারিয়ে ফেলেন। তাঁর অনুমান, খুব সম্ভবত গরুকে খাস খাওয়ানোর সময় ঘটনাটি ঘটেছিল। ঘাসের সঙ্গে ঘড়িটি খেয়ে ফেলে গরুটি। রোলেক্স ঘড়িটি হারিয়ে মুষড়ে পড়েছিলেন পেশায় কৃষক জেমস। অনেক খোঁজাখুঁজি করেছিলেন। কিন্তু, কোথাও পাননি।
একসময় সেই ঘড়ি ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন। কিন্তু, ৫০ বছর পর আচমকা সেই ঘড়ি ফিরে পেলেন। জেমসের ছেলে একজন মেটাল ডিকেক্টরকে তাঁদের জমিতে পুরনো কয়েন খোঁজার কাজে লাগিয়েছিলেন। তিনিই হারানো রোলেক্স ঘড়িটি খুঁজে বের করেন।
৫০ বছর পর হারানো ঘড়ি ফিরে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন জেমস। তিনি বলেন, “আমি কখনও ভাবিনি, ঘড়িটা আবার দেখতে পাব। আমি খুবই খুশি।” তবে ঘড়িটির একটি ব্রেসলেট ভাঙা। ঘড়িটি গরুটি খেয়েছিল কি না, তা নিয়ে এখন ঠিক নিশ্চিত হতে পারছেন না ৯৫ বছরের বৃদ্ধ।
ঘড়িতে সবুজ আভা পড়েছে। কিন্তু, জং ধরেনি। ঘড়িটি সারালে আবার কাজে দেবে। কিন্তু, তার জন্য খরচ অনেক পড়বে। তাই, ঘড়িটি নিজের কাছে রেখেই খুশি থাকতে চান জেমস। এই ঘড়ি তাঁকে তাঁর যুব বয়সের কথা মনে পড়াবে।