ওয়েস্ট ব্যাঙ্ক: মসজিদের ভিতর জঙ্গি ঘাঁটি! এমনই দাবি করল ইজরায়েলি সামরিক বাহিনী। শুধু দাবি নয়, বৃহস্পতিবার (২৯ অগস্ট), তারা ড্রোন ক্যামেরায় তোলা একটি ভিডিয়োও প্রকাশ করেছে। ভিডিয়োটি ওয়েস্ট ব্যাঙ্কের জর্ডান উপত্যকায় অবস্থিত ফারা শহরের এক মসজিদের ভিতরের বলে দাবি করেছে তারা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেখানে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম মজুত করা আছে। তবে, এই ভিডিয়ো ফুটেজটি সত্যি কিনা, কিংবা কোথাকার ফুটেজ, কবে তোলা – কিছুই যাচাই করা যায়নি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভিডিয়োটি শেয়ার করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সঙ্গের ক্যাপশনে তারা লিখেছে, “এই ড্রোন ফুটেজে এমন একটি মসজিদ দেখা যাচ্ছে, যা সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এই সপ্তাহে জুডিয়া এবং সামারিয়াতে সুনির্দিষ্ট সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সময়, আমাদের সেনারা জানতে পেরেছে, মসজিদটিকে সন্ত্রাসবাদীরা তাদের অপারেশন সেন্টার এবং বিস্ফোরক তৈরির গবেষণাগার হিসাবে ব্যবহার করে। আমাদের সেনারা সন্ত্রাসবাদ থেকে অসামরিক নাগরিকদের রক্ষা করার কাজ চালিয়ে যাবে।”
This drone footage shows a place of worship that has become a hub for terrorism.
During our precise, counterterrorism operations in Judea and Samaria this week, our troops uncovered a mosque that was used as an operations center and an explosives lab.
Our troops will continue… pic.twitter.com/1DagAuqKV9
— Israel Defense Forces (@IDF) August 29, 2024
গত কয়েক মাসে, ওয়েস্ট ব্যাঙ্কে একের পর এক সামরিক অভিযান চালিয়েছে ইজরায়েল। সবথেকে বড় অভিযানটি শুরু হয়েছে বুধবার ভোরে। এই অভিযানে, হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া গাড়ি এবং শয়ে শয়ে ইজরায়েলি সেনা অংশ নিয়েছে। তারা ওয়েস্ট ব্যাঙ্কের তুলকারম, জেনিন এবং জর্ডান উপত্যকার বিভিন্ন জায়গায় অভিযান চালায়। বৃহস্পতিবার, ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই অভিযানে ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার, মহম্মদ জাবের-সহ পাঁচ জঙ্গি নিহত হয়েছে।
মহম্মদ জাবের, আবু সুজা নামেই বেশি পরিচিত ছিল। সে ছিল প্যালেস্তাইনি ইসলামিক জিহাদ বাহিনীর তুলকারম ব্যাটালিয়নের কমান্ডার। ইজরায়েলের বিরুদ্ধে সে একের পর এক হামলার চালিয়েছে বলে অভিযোগ। ইজরায়েল তাঁকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। এর আগে বহুবার ইজরায়েলি বাহিনীকে ধোকা দিয়েছিল ২৬ বছরের এই জঙ্গি কমান্ডার। এই বছরের শুরুতে এক অভিযানে তার মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিল ইজরায়েল। তবে, পরে দেখা যায় তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সে নিজেই জীবিত অবস্থায় উপস্থিত। ইজরায়েলি সেনার দাবি, চলতি অভিযানের সময় তুলকারমের একটি মসজিদের ভিতরে লুকিয়ে ছিল সে। সেখানে সেনা-সন্ত্রাসবাদীদের মধ্যে গুলি বিনিময়ের পর বেশ কয়েকজন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। তার মধ্যে আবু সুজাও ছিল।
এবার প্যালেস্তাইনি ইসলামিক জিহাদের তুলকারম শাখাও জাবের তথা আবু সুজার মৃত্যু নিশ্চিত করেছে। তাদের “নেতাকে হত্যা”-র জবাবে তারাও ওই মসজিদের পিছনে একটি বড় বিস্ফোরণ ঘটিয়েছে, যা ইসরায়েলি পদাতিক বাহিনীকে সরাসরি আঘাত করেছে এবং প্রচুর সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তারা। তবে, জেনিন এবং তুলকারমের আশপাশের এলাকাগুলিতে এখনও যুদ্ধ চলছে। দুই পক্ষের মধ্যে চলছে তীব্র গুলি বিনিময়।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)