তাসখন্দ: জোর করে ৪৬টি আফগান বিমান নামানো হয়েছে উজবেকিস্তানে। অবশেষে বিবৃতি দিয়ে জানাল উজবেক সরকার। তারা জানিয়েছে, গত দু’দিনে ৪৬টি বিমান নামানো হয়েছে। ৫৮৫ জন আফগান সেনা কর্তা ও আধিকারিক নিয়ে সেগুলি যাচ্ছিল। উজবেক সরকারের দাবি, আইন ভেঙে উজবেকিস্তানের আকাশসীমায় ঢোকার কারণেই ৪৬টি বিমানকে সে দেশের বিমানবন্দরে নামানো হয়।
গত রবিবারই আফগানিস্তান দখলে নিয়েছে তালিবান। রাজধানী কাবুলে এখন তালিবানি নিশান। সরকারি দফতর থেকে বিনোদন পার্ক, সর্বত্রই তালিব-রাজ। এদিকে তালিবানের হাতে দেশ দখলের খবর মিলতেই আফগানিস্তান ছেড়ে পালানোর হিড়িক পড়ে। সূত্রের খবর, আফগানিস্তানে প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানিও এ ভাবেই পালিয়ে যান। তাঁর দেখানো পথেই দেশ ছাড়ছিলেন ঘানি ঘনিষ্ঠ সেনাকর্তারা।
উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, “আফগান মিলিটারি এয়ারক্র্যাফ্ট বেআইনি ভাবে উজবেকিস্তানের আকাশ সীমান্তে ঢুকে পড়ে। বাধ্য হয়েই জোর করে বিমানগুলিকে নামানো হয়েছে। ” রবিবারই উজবেকিস্তান জানিয়েছিল, ৮৪ জন আফগান সেনাকে আটক করা হয়। প্রত্যেকেই মেডিক্যাল সাহায্য চেয়ে সীমান্ত পার করেছিল।
উজবেক সরকার জানিয়েছে, ২২টি মিলিটারি বিমান ও ২৪টি মিলিটারি হেলিকপ্টার ‘জোর করে’ নামানো হয়েছে। টার্মেজ বিমানবন্দরে বিমানগুলির অবতরণ করানো হয়। এর আগে আফগান বিমানের উজবেকিস্তানে ‘ভেঙে পড়া’র তত্ত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সূত্রের খবর, উজবেকিস্তানের একটি সরকারি বিমানের সঙ্গে আফগান বিমানের ধাক্কা লাগে। প্যারাশুটে নামানো হয় পাইলটদের।
The #Uzbekistan Air Force forced to land 46 Afghan aircraft over the past two days, the press service of the Uzbek prosecutor generals office said.
The planes were carrying as many as 585 armed servicemen who were trying to illegally cross Uzbekistan’s airspace. pic.twitter.com/eKoBgBPUEa
— IANS Tweets (@ians_india) August 17, 2021
অন্যদিকে সোমবারই প্রথম দফায় কাবুল থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ৪৫ জন ভারতীয়কে। তবে এই কাজটি খুব একটা সহজ ছিল না। বিমানবন্দরে আসার পথেই তালিবান সমর্থকদের বাধার মুখে পড়তে হয় তাদের। এমনকি বিমানবন্দরে প্রবেশ করার আগেই তাদের হাত থেকে ব্যাগগুলিও ছিনিয়ে নেওয়া হয়। আরও বেশি ভারতীয়কে উদ্ধার করে আনার পরিকল্পনা থাকলেও কাবুল বিমানবন্দরে যে বিশৃঙ্খলা তৈরি হয়। সেই কারণে অল্প সংখ্যক ভারতীয়কে নিয়েই দেশে ফিরে আসতে হয় প্রথম বিমানটিকে। তালিবানদের বিমানবন্দর দখলের চেষ্টায় আটকে পড়ে দ্বিতীয় বিমানটিও। মঙ্গলবার সকালে ফের বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে বলে জানানোর পরই ১২০ জন ভারতীয়দের নিয়ে ফিরছে বিমানটি। ভারতের রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য় কর্মীরাও ফিরছেন বলে জানা গিয়েছে। কেবল ভারতীয়রাই নয়, দূতাবাসে যারা অনুবাদক বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সমস্ত আফগান নাগরিকদেরও ভারতে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: মালালার মাথা ছিল এই তালিবানদের লক্ষ্য, আফগান নিয়ে বিশ্বের তাবড় নেতাদের বার্তা দিলেন নোবেল-কন্যা