সিডনি: বিদেশ সফরের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশে গিয়েই তিনি পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। মোদীকে অভ্যর্থনা জানাতে প্রচুর অভিবাসী ভারতীয় উপস্থিত হয়েছিলেন সিডনি বিমানবন্দরে। মেলবোর্ন থেকে সিডনি উড়ে এসেছেন সে দেশে বসবাসকারী ভারতীয়রা। সিডনিতে গিয়ে অস্ট্রেলিয়ার একাধিক শিল্পপতির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। ভারতে বিনিয়োগ টানার লক্ষ্যে তাঁদের সঙ্গে বৈঠকও করেছেন মোদী। এর পর অভিবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন মোদী। প্রসঙ্গত, বিদেশ সফরের প্রথম দিনে জাপানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি যোগ দেন জি৭ সম্মেলনে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়া সফর বাতিল করায় সেখানেই হয় কোয়াড সম্মেলন। এর পর প্রধানমন্ত্রী গিয়েছিলেন পাপুয়া নিউ গিনিতে। সেখানে মোদীর সঙ্গে দেখা করতে উড়ে এসেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। সেখান থেকেই অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছেন মোদী।
#WATCH | Prime Minister Narendra Modi meets Paul Schroder, CEO of Australian Super, in Sydney pic.twitter.com/N1iVohs9St
— ANI (@ANI) May 23, 2023
#WATCH | PM Narendra Modi interacts with Gina Rinehart, Executive Chairman of Hancock Prospecting, in Sydney, Australia. pic.twitter.com/uLpZYqwHOy
— ANI (@ANI) May 23, 2023