Narendra Modi in Australia: সিডনিতে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন মোদী, বিনিয়োগ টানার লক্ষ্যে বৈঠক অস্ট্রেলীয় শিল্পপতিদের সঙ্গে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 23, 2023 | 10:37 AM

Modi Australia Tour: সিডনিতে গিয়ে অস্ট্রেলিয়ার একাধিক শিল্পপতির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। ভারতে বিনিয়োগ টানার লক্ষ্যে তাঁদের সঙ্গে বৈঠকও করেছেন মোদী। এর পর অভিবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন মোদী।

Narendra Modi in Australia: সিডনিতে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন মোদী, বিনিয়োগ টানার লক্ষ্যে বৈঠক অস্ট্রেলীয় শিল্পপতিদের সঙ্গে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

সিডনি: বিদেশ সফরের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশে গিয়েই তিনি পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। মোদীকে অভ্যর্থনা জানাতে প্রচুর অভিবাসী ভারতীয় উপস্থিত হয়েছিলেন সিডনি বিমানবন্দরে। মেলবোর্ন থেকে সিডনি উড়ে এসেছেন সে দেশে বসবাসকারী ভারতীয়রা। সিডনিতে গিয়ে অস্ট্রেলিয়ার একাধিক শিল্পপতির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। ভারতে বিনিয়োগ টানার লক্ষ্যে তাঁদের সঙ্গে বৈঠকও করেছেন মোদী। এর পর অভিবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন মোদী। প্রসঙ্গত, বিদেশ সফরের প্রথম দিনে জাপানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি যোগ দেন জি৭ সম্মেলনে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়া সফর বাতিল করায় সেখানেই হয় কোয়াড সম্মেলন। এর পর প্রধানমন্ত্রী গিয়েছিলেন পাপুয়া নিউ গিনিতে। সেখানে মোদীর সঙ্গে দেখা করতে উড়ে এসেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। সেখান থেকেই অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছেন মোদী।

  1. অস্ট্রেলিয়া সফরে গিয়ে সে দেশে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন মোদী। ফর্টেসকিউ ফিউচার ইন্ড্রাস্টিজের এক্সিকিউটিভ চেয়ারম্যান অ্যান্ড্রিউ ফররেস্টের সঙ্গে বৈঠক করেছেন মোদী।
  2. এই বৈঠকের পর সংবাদ সংস্থা এএনআই-কে অ্যান্ড্রিউ ফররেস্ট বলেছেন, “জীবাশ্ম জ্বালানিকে বদলে ফেলার সময় এসেছে। এটাকে এমন জ্বালানি দিয়ে পরিবর্তন করতে হবে যা কোনও দূষণ করবে না। গ্রিন অক্সিজেনের ব্যবহার নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।”
  3. অস্ট্রেলিয়ান সুপারের সিইও পল স্ক্রোডারের সঙ্গে বৈঠক করেছেন মোদী। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মোদী। ভবিষ্যতের ভারত গোটা বিশ্বের বিনিয়োগের কেন্দ্র হয়ে উঠছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
  4. খনিজ শিল্পে বিনিয়োগের লক্ষ্যে হ্যানকক প্রস্পেকটিং গ্রুপের চেয়ারম্যান জর্জিনা হোপ রিনেহার্টের সঙ্গেও বৈঠক হয়েছে মোদীর। সেই বৈঠক নিয়ে জর্জিনা বলেছেন, “খুব ইন্টারেস্টিং বৈঠক। আমি খুব উৎসাহিত ছিলাম। দুদেশের বাণিজ্যের বড় সম্ভাবনা রয়েছে। মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতির বিকাশ হচ্ছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে চায় অস্ট্রেলিয়া।”
Next Article