Japan Earthquake: একের পর এক জোরাল ভূমিকম্প, চিনের পর কাঁপছে জাপানও

Japan Earthquake: বৃহস্পতিবার সকালেই ভূমিকম্প হয় চিনে। তার ঘণ্টাখানেক কাটতে না কাটতেই এবার ভূমিকম্প অনুভূত হল জাপানে। ৬.৩ মাত্রার ভূমিকম্প হল জাপানে, যা সকালে হওয়া চিনের ভূমিকম্পের থেকেও বেশি শক্তিশালী।

Japan Earthquake: একের পর এক জোরাল ভূমিকম্প, চিনের পর কাঁপছে জাপানও
জাপানে ভূমিকম্পে ভাঙল বাড়ি।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Apr 04, 2024 | 10:48 AM

টোকিয়ো: একের পর এক ভূমিকম্প। এশিয়া জুড়ে লাগাতার ভূমিকম্প। বুধবার তাইওয়ানের ভূমিকম্পের পর এবার চিন, জাপানেও ভূমিকম্প। বৃহস্পতিবার সকালেই ভূমিকম্প হয় চিনে। তার ঘণ্টাখানেক কাটতে না কাটতেই এবার ভূমিকম্প অনুভূত হল জাপানে। ৬.৩ মাত্রার ভূমিকম্প হল জাপানে, যা সকালে হওয়া চিনের ভূমিকম্পের থেকেও বেশি শক্তিশালী। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও খবর।

ইউরোপিয়ান মেডিটেরানিন সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার জাপানের হনসু-র পূর্ব উপকূলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্প এতটাই জোরাল ছিল যে টোকিয়োতেও ভূমিকম্প অনুভূত হয়।

ফুকুসিমা পরমাণু শক্তি প্ল্যাটের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে পরমাণু প্ল্যাটে কোনও প্রভাব পড়েনি। তবে আফটার শকের সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ভূমিকম্পে বেশ কিছু জায়গায় বাড়িঘর ভেঙে পড়েছে।

বুধবারই ভয়াবহ ভূমিকম্প হয় তাইওয়ানে। কম্পনের মাত্রা ছিল ৭.৪। দিনভর ঘনঘন আফটারশকও অনুভূত হয়। তাইওয়ানের এই ভূমিকম্পের জেরে জাপান, চিনেও কম্পন অনুভূত হয়। জাপান, ফিলিপিন্সে সুনামির সতর্কতাও জারি করা হয়। তাইওয়ানের ওই ভূমিকম্পে মৃত্য়ু হয়েছে কমপক্ষে ৯ জনের।  আহত হাজারেরও বেশি। ওই ভূমিকম্পের রেশ কাটার আগেই আজ সকালে ভূমিকম্প হয় চিনে। কম্পনের মাত্রা ছিল ৫.৫। তার ঘণ্টাখানেক বাদেই এবার জাপানের ভূমিকম্প। এই ভূমিকম্প চিনের ভূমিকম্পের থেকেও জোরাল।

প্রসঙ্গত, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। সক্রিয় টেকটোনিক প্লেটের উপরে অবস্থান হওয়ায় ঘনঘন ভূমিকম্প অনুভূত হয় সেখানে। বছরে প্রায় ১৫০০ বার ভূমিকম্প হয়।