নাতালিয়ার পর মারগট! ফের ‘স্বল্প পোশাক’ পরিহিত মডেলের ছবিতে ‘লাইক’ পোপের

সুমন মহাপাত্র |

Dec 24, 2020 | 4:29 PM

কালো সাঁতারু পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন মডেল মারগট ফক্স। ইনস্টাগ্রামে সেই ছবিতেই 'লাইক' এসেছে ক্যাথোলিক চার্চ প্রধানের অ্যাকাউন্ট থেকে।

নাতালিয়ার পর মারগট! ফের স্বল্প পোশাক পরিহিত মডেলের ছবিতে লাইক পোপের
ফাইল চিত্র

Follow Us

ভ্যাটিকান সিটি: কয়েক দিন আগেরই কথা ব্রাজিলের এক মডেলের ‘স্বল্প পোশাক’ পরিহিত ছবিতে ‘লাইক’ এসেছিল পোপ ফ্রান্সিসকাসের অ্যাকাউন্ট থেকে। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আবারও এক মডেলের ‘স্বল্প পোশাক’ পরিহিত ছবিতে ‘লাইক’ পড়ল স্বয়ং পোপের (Pope) অ্যাকাউন্ট থেকেই। ইতিমধ্যেই সেই স্ক্রিনশট নেট দুনিয়ায় ভাইরাল। কালো সাঁতারু পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন মডেল মারগট ফক্স। ইনস্টাগ্রামে সেই ছবিতেই ‘লাইক’ এসেছে ক্যাথোলিক চার্চ প্রধানের অ্যাকাউন্ট থেকে।

পোপের সেই ‘লাইক’ থাকা ছবির স্ক্রিনশট টুইটারে পোস্ট করেছেন মডেলও। যেখানে তিনি লিখেছেন, “পোপ আমার ছবি পছন্দ করেছেন তার মানে আমি স্বর্গে যাচ্ছি।” এর আগেও যখন ব্রাজিলের মডেল নাতালিয়ার ছবিতে পোপের ‘লাইক’ এসেছিল, তখনও নাতালিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “আমি স্বর্গে যাচ্ছি।”

কিন্তু কেন বারংবার মডেলদের ‘উন্মুক্ত’ ছবিতে ‘লাইক’ আসছে পোপের অ্যাকাউন্ট থেকে! এই প্রসঙ্গে ক্যাথোলিক চার্চ জানিয়েছিল, পোপের অ্যাকাউন্ট পরিচালনার জন্য একটি নির্দিষ্ট দল রয়েছে। পোপ নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না। কারণ খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। কিন্তু অল্প সময়ের মধ্যে যেভাবে ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, সেখানে ‘ভুলবশত’ তত্ত্ব মানতে নারাজ ওয়াকিবহাল মহলের একাংশ।

আরও পড়ুন: শেষ বেলায় ট্রাম্পের চাল! প্রতারণা, হত্যায় অভিযুক্ত ২৬ জনকে ক্ষমা মার্কিন প্রেসিডেন্টের

মডেলের ছবিতে পোপের ‘লাইক’ আসার পর থেকেই বিগত দিনে সন্ন্যাসিনীদের উপর যৌন হেনস্থা ও নির্যাতনের প্রসঙ্গ টেনে আনছেন অনেকে। ক্রমাগত সন্ন্যাসিনীদের উপর যৌন নির্যাতন ও হেনস্থার সত্যতা এক বছর আগে স্বীকার করে নিয়েছিলেন পোপ ফ্রান্সিসকাস। তিনি জানিয়েছিলেন, ক্রমাগত এই সমস্যা নিয়ন্ত্রণের সমাধান খোঁজার চেষ্টা করছেন তাঁরা।

ক্যাথোলিক চার্চের সন্ন্যাসিনীদের আন্তর্জাতিক সংগঠন জানিয়েছিল, সংস্কৃতি মেনেই সন্ন্যাসিনীরা মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। পরবর্তী কালে মুখ বুজে থাকার এই প্রথা সরানোর পথে হেঁটেছেন পোপ ফ্রান্সিসকাস। তবে শিশু ও নারীদের যৌন হেনস্থার ধারাবাহিক অভিযোগ উঠেছে ধর্মগুরুদের বিরুদ্ধে। ২০১৪ থেকে পরবর্তী ২ বছরের মধ্যে ভারতে এক সন্ন্যাসিনীকে ১৩ বার ধর্ষণের অভিযোগ উঠেছিল বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালের বিরুদ্ধে। বিশপ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছিলেন।

Next Article