ওয়াশিংটন: মসনদে বসেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বিদায় কালে আরও একবার সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট। মোট ২৬ জনের সাজা মুকুব করে ক্ষমা করলেন তিনি। তবে যাঁদের শাস্তি থেকে মুক্তি দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট, তাঁরা সকলেই কোনও না কোনও ভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্ত। সেই তালিকায় যেমন রয়েছেন তাঁর উপদেষ্টা তেমনই রয়েছেন তাঁর জামাইয়ের বাবা।
ট্রাম্পের রাজনৈতিক উত্থানে সবচেয়ে বড় হাত ছিল রজার স্টোন ও মানাফোর্টের। ২০১৬ সালে ট্রাম্পের প্রচার একাই সামলেছিলেন রজার। এই দুজনকেও মুক্তি দিয়েছেন ট্রাম্প। মানাফোর্টের বিরুদ্ধে ১ কোটি মার্কিন ডলারেরও অধিক কর না দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও ক্ষমা করে দিয়েছেন তিনি। বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা বিয়ে করেছেন জেয়ার্ড কুসনারকে। আর এই জেয়ার্ড কুসনারের বাবা চার্লস কুসনারেরও সব শাস্তি মুকুব করেছেন ট্রাম্প।
আরও পড়ুন: নতুন ‘স্ট্রেন’গুলির বিরুদ্ধে কাজ করবে প্রতিষেধক! দাবি মডার্নার
মঙ্গলবার তিনি ১৫ জনকে ক্ষমা করেছেন। সেই ১৫ জনের মধ্যে রয়েছেন ইরাকের নাগরিকের হত্যায় অভিযুক্তরা। পাশাপাশি রয়েছেন ট্রাম্পের রিপাবলিকান দলের সদস্যরাও। তাঁদেরও মুক্তি দিয়েছেন ট্রাম্প। তবে শেষ বেলায় এইবাবে সাজা মুকুব করায় উঠেছে অভিযোগও। ট্রাম্প বিচার ব্যবস্থাকে তোয়াক্কা না করেই নিজের পরিবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষমা করেছেন, এই অভিযোগও তুলেছে বিরোধীরা। কিন্তু ট্রাম্প বিন্দুমাত্রও বিচলিত নন। তিনি তাঁর সিদ্ধান্তে অনড়।