নতুন ‘স্ট্রেন’গুলির বিরুদ্ধে কাজ করবে প্রতিষেধক! দাবি মডার্নার

সুমন মহাপাত্র |

Dec 24, 2020 | 12:44 PM

আগে ফাইজ়ার ও স্পুটনিক ভি-ও দাবি করেছে কার্যকরিতার।

নতুন স্ট্রেনগুলির বিরুদ্ধে কাজ করবে প্রতিষেধক! দাবি মডার্নার
ফাইল চিত্র

Follow Us

লন্ডন: ব্রিটেনের নয়া ‘স্ট্রেন’-এর হদিশ মেলার পর চিন্তিত সারা বিশ্ব। ৭০ শতাংশ অধিক সংক্রমিত হচ্ছে নতুন এই অভিযোজিত ভাইরাস। পাশাপাশি ব্রিটেনে খোঁজ মিলেছে আরও ‘বেশি সংক্রামক’ দক্ষিণ আফ্রিকার করোনা ‘স্ট্রেন।’ তার পরেই প্রশ্ন উঠছে, বর্তমান এই প্রতিষেধকগুলি কি রুখতে পারবে নতুন ‘স্ট্রেন’? তবে এই বিষয়ে এপর্যন্ত ইতিবাচক কথাই বলছে প্রতিষেধক নির্মাতারা। মডার্না (Moderna) জানিয়েছে, ব্রিটেনের ‘স্ট্রেন’গুলির বিরুদ্ধে কাজ করবে তাদের প্রতিষেধক।

নতুন ‘স্ট্রেন’-এর বিরুদ্ধে কার্যকরিতা নিশ্চিত করতে ‘টেস্ট রান’ চালানোর কথাও জানিয়েছে মডার্না। সম্প্রতি আমেরিকায় অনুমোদন পেয়েছে মডার্না। যুক্তরাষ্ট্রে দ্রুত টিকাকরণ চলছে। এমতাবস্থায় মডার্নার দাবি তথ্য অনুযায়ী নতুন “স্ট্রেন”-এর বিরুদ্ধে কার্যকরী হবে তাদের প্রতিষেধক। আগে ফাইজ়ার ও স্পুটনিক ভি-ও দাবি করেছে কার্যকরিতার।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার ‘আরও সংক্রামক’ নয়া স্ট্রেনের খোঁজ মিলল ব্রিটেনে

তবে বিশেষজ্ঞ মহলে মিশ্র মতামত। কেউ বলছেন বর্তমান প্রতিষেধকগুলি কাজ করবে না, এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে আর একদল বলছেন স্পাইক প্রোটিনে পরিবর্তন হলে এই প্রতিষেধকগুলি যে কাজ করবে, তা গবেষণা ছাড়া নিশ্চিত হয়ে বলা যায় না। মডার্নার অবশ্য দাবি এর আগে একাধিক উপজাতির উপর কার্যকরী হয়েছে তাদের প্রতিষেধক। তাই এক্ষেত্রেও অন্যথা হওয়ার আশঙ্কা কম।

Next Article