দক্ষিণ আফ্রিকার ‘আরও সংক্রামক’ নয়া স্ট্রেনের খোঁজ মিলল ব্রিটেনে
আক্রান্ত দুইজনই সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ঘুরে এসেছিলেন।
লন্ডন: গোঁদের উপর বিষফোঁড়া হয়তো একেই বলে! ৭০ শতাংশ বেশি সংক্রামক স্ট্রেন নিয়ে মাথাব্যাথা তো ছিলই, সঙ্গী হিসাবে জুটল সম্ভাব্য আরও সংক্রামক একটি নতুন স্ট্রেনের (New COVID-19 Strain)। বুধবার ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক (Matt Hancock) এই নতুন স্ট্রেনের কথা জানান। একইসঙ্গে নতুন স্ট্রেন আরও সংক্রামক হতে পারে বলেও তিনি দাবি জানান।
এই নতুন স্ট্রেনের উৎপত্তি কিন্তু ব্রিটেনে নয়, প্রথম খোঁজ মিলেছিল দক্ষিণ আফ্রিকায় (South Africa)। গত সপ্তাহেই সেখানকার স্বাস্থ্য দফতর জানায়, জেনেটিক মিউটেশন ঘটে করোনা ভাইরাসের এক নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে। নতুন স্ট্রেনের কারণেই সম্প্রতি করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এবার সেই স্ট্রেনের খোঁজ মিলল ব্রিটেনে।
সংবাদিক বৈঠকে হ্যানকক বলেন, “দক্ষিণ আফ্রিকানদের প্রশংসনীয় জেনোমিক ক্ষমতাকে ধন্যবাদ। আমরা আরেকটি নতুন করোনাভাইরাসের স্ট্রেনের খোঁজ পেয়েছি। আক্রান্ত দুইজনই সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ঘুরে এসেছিলেন। এই নতুন স্ট্রেন ব্রিটিশ আরও চিন্তা বাড়িয়েছে। কারণ এর সংক্রামক ক্ষমতা আরও বেশি এবং মিউটেশন হয়ে এক নতুন ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে।”
আরও পড়ুন: দ্বিতীয় দফার ট্রায়ালেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে সফল চিনা ভ্যাকসিন
কয়েক সপ্তাহ আগেই যে নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছিল ব্রিটেনে, তা রুখতে আপাতত ব্যস্ত। এরইমধ্যে ফের নতুন এক স্ট্রেনের খোঁজ মেলায় আক্রান্তদের চিহ্নিতকরণের কাজও শুরু করেছে প্রশাসন। দক্ষিণ আফ্রিকায় যাতায়াতেও জারি করা হয়েছে বিধিনিষেধ। এই বিষয়ে হ্যানকক জানান, যারা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন বা বিগত ১৫ দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন কিংবা সেখান থেকে আগত কারোর সংস্পর্শে এসেছিলেন, তাদের সকলের কোয়ারান্টিনে (Quarantine) থাকা আবশ্যক।
ইংল্যান্ডের পাবলিক হেলথের এক আধিকারিক সুজান হপকিন্স (Susan Hopkins) বলেন, “ব্রিটেনে করোনা ভাইরাসের যে নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে, তা দক্ষিণ আফ্রিকার স্ট্রেনের থেকে সম্পূর্ণ আলাদা। ভাইরাসের দুটি স্ট্রেনের মিউটেশন সম্পূর্ণ ভিন্ন। দুটি স্ট্রেনই আপাতদৃষ্টিতে অধিক সংক্রামক বলেই মনে হচ্ছে। ব্রিটেনের নতুন স্ট্রেনের ক্ষেত্রে আমাদের কাছে অধিক তথ্য প্রমাণ রয়েছে, আমরা দক্ষিণ আফ্রিকার স্ট্রেনটি সম্পর্কে আমরা এখনও জানছি।”
ব্রিটেনে ইতিমধ্যেই ভ্যাকসিন (COVID-19 Vaccine) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন স্ট্রেনের কারণে ভ্যাকসিন কার্যকরীতা নিয়ে যে সন্দেহের উদ্রেক হয়েছে সে বিষয়ে তিনি বলেন, “আমাদের কাছে এমন কোনও প্রমাণ নেই যে ভ্যাকসিন নতুন স্ট্রেনের উপর কাজ করবে না। ভ্যাকসিন প্রয়োগে দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয়, তা ভ্যাকসিনের বিভিন্ন প্রকারের সঙ্গে লড়াই করতে সক্ষম।”
আরও পড়ুন: করোনার দ্বিতীয় ছোবল রুখতে সাতদিন ব্যাপী লকডাউন ভুটানে