করোনার দ্বিতীয় ছোবল রুখতে সাতদিন ব্যাপী লকডাউন ভুটানে

সূত্রের খবর, আগামিকাল থেকে এই লকডাউনের এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। এদিন টুইট করে এমনটাই জানানো হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের দফতর থেকে।

করোনার দ্বিতীয় ছোবল রুখতে সাতদিন ব্যাপী লকডাউন ভুটানে
করোনার দ্বিতীয় ছোবল রুখতে সাতদিন ব্যাপী লকডাউন ভুটানে
Follow Us:
| Updated on: Dec 22, 2020 | 11:57 PM

থিম্ফু: করোনা ভাইরাসের (Coronavirus) নতুন বিপজ্জনক স্ট্রেনের কথা মাথায় রেখে এবার দেশজুড়ে সাতদিন ব্যাপী লকডাউন (Lockdown) জারি করার সিদ্ধান্ত নিল ভুটান (Bhutan) সরকার। সূত্রের খবর, আগামিকাল থেকে এই লকডাউনের এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। এদিন টুইট করে এমনটাই জানানো হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের দফতর থেকে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল থেকেই ভুটানের মধ্যে আন্তর্দেশীয় চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, নতুন করে থিম্ফু, পারো প্রভৃতি প্রদেশের সংক্রমণের খবর পাওয়ার পরেই জাতীয় কোভিড ম্যানেজমেন্ট টাস্কফোর্স এই সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন জারি হওয়ার পর থেকে দেশের নাগরিকরা যাতে নিয়ম পালন করেন সেই আবেদন জানানো হয়।

আরও পড়ুন: বিমানবন্দরে পজেটিভ! হাসপাতালে ‘অসম্পূর্ণ’ করোনা রিপোর্ট এল লন্ডন ফেরত যাত্রীর

তবে ক্ষেত্রবিশেষে জরুরি পরিষেবা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে। স্কুল, কলেজ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে আগামী সাতদিন। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাতদিন খাবার সবজি ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহ করবে সরকার।

আরও পড়ুন: ৩১ জানুয়ারি তৃতীয় টেট, নবান্নে ঘোষণা মমতার