AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিমানবন্দরে পজেটিভ! হাসপাতালে ‘অসম্পূর্ণ’ করোনা রিপোর্ট এল লন্ডন ফেরত যাত্রীর

রাজারহাট-সিএনসিআইয়ে একাধিকবার করোনা পরীক্ষা করার পরেও লন্ডন ফেরত ব্যক্তির করোনা রিপোর্ট আসছে ইনকনক্লুসিভ বা অসম্পূর্ণ।

বিমানবন্দরে পজেটিভ! হাসপাতালে 'অসম্পূর্ণ' করোনা রিপোর্ট এল লন্ডন ফেরত যাত্রীর
প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Dec 22, 2020 | 10:49 PM
Share

সৌরভ দত্ত: রবিবার সকালেই লন্ডন (London) থেকে কলকাতা বিমানবন্দরে আসা দু’জনের করোনা পরীক্ষার ফল ইতিবাচক এসেছিল। সেই মতো একজনকে পাঠানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে ও অপরজনকে রাজারহাট-সিএনসিআইয়ে। কিন্তু সিএনসিআইয়ে ভর্তি ব্যক্তির করোনা পরীক্ষার ফল নিয়ে দেখা দিয়েছে ধন্দ। কারণ রাজারহাট-সিএনসিআইয়ে একাধিকবার করোনা পরীক্ষা করার পরেও লন্ডন ফেরত ব্যক্তির করোনা রিপোর্ট আসছে ইনকনক্লুসিভ বা অসম্পূর্ণ। তবে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি ব্যক্তির করোনা রিপোর্ট নিয়ে কোনও ধন্দ নেই। তাঁর রিপোর্ট পজেটিভ।

বিমানবন্দরে করোনা পরীক্ষা হলেও নিশ্চিত হওয়ার জন্য রাজারহাট-সিএনসিআইয়ে আরটিপিসিআর পদ্ধতিতে একাধিকবার করোনা পরীক্ষা করা হয়। সেখানে প্রত্যেক বারই করোনা রিপোর্ট ইনকনক্লুসিভ এসেছে। একথা ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরকে জানিয়েছেন সিএনসিআই কর্তৃপক্ষ। পাশাপাশি ওই ব্যক্তির সংস্পর্শে আসা আরও ৫ জনের করোনা পরীক্ষা হয়েছিল। সেখানেও ৩ জনের রিপোর্ট ইকনক্লুসিভ ও একজনের নেগেটিভ রিপোর্ট এসেছে। বাকি একজনের বিষয়ে নিশ্চিত হতে পুনরায় করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন সিএনসিআই কর্তৃপক্ষ।

এক চিকিৎসক-আধিকারিক জানিয়েছেন, ছ’জনের নমুনা পরীক্ষার জন্য স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের পাঠানো হয়েছে। সেখানে ফল কী বেরিয়েছে তা এখনও জানা যায়নি। ওই আধিকারিকের কথায়, “ঘটনার গুরুত্ব বিচার করে এতবার করে নমুনা পরীক্ষা করা হয়েছে। ইনকনক্লুসিভ রিপোর্টের ভিত্তিতে এরপর কী পদক্ষেপ করা হবে সে বিষয়ে স্বাস্থ্য দফতরের পরামর্শ মেনে চলা হবে।”

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছে আগুন! বাইপাস সংলগ্ন কলোনিতে পুড়ে ছাই ১৫ টি ঝুপড়ি

ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন ধরা পড়তেই নড়েচড়ে বসেছে ভারত। তাই কড়া সতর্কতা অবলম্বন করা হচ্ছে ব্রিটেন ফেরত যাত্রীদের বিষয়ে। লন্ডন থেকে কলকাতা আসা ওই যাত্রীদের শরীরে করোনার নতুন ‘স্ট্রেন’ আছে কিনা জানতে কল্যাণীতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হচ্ছে নমুনা। শেষ মুহূর্তে কোন‌ও বদল না ঘটলে বুধবার সকালে সংগৃহীত নমুনা এন‌আইবিএমজি’তে পাঠাবেন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষ।

সিএনসিআই সূত্রের খবর, লন্ডন ফেরত দ্বিতীয় করোনা পজিটিভ ব্যক্তির রিপোর্ট ইনকনক্লুসিভ আসায় নিয়মানুযায়ী ৭২ ঘণ্টা পর পুনরায় নমুনা পরীক্ষা করা হবে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, “রাত পর্যন্ত সকলের রিপোর্ট ইনকনক্লুসিভ এসেছে। স্কুল অব ট্রপিক্যালের রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে।”