২০ জানুয়ারি অভিষেক হবু-বিদায়ী প্রেসিডেন্টের, বাস্তবে বাইডেনের, ভার্চুয়ালি ট্রাম্পের

সমর্থকরা জানিয়েছেন, ভার্চুয়াল মাধ্যমে হবে ট্রাম্পের দ্বিতীয় দফার অভিষেক।

২০ জানুয়ারি অভিষেক হবু-বিদায়ী প্রেসিডেন্টের, বাস্তবে বাইডেনের, ভার্চুয়ালি ট্রাম্পের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 22, 2020 | 9:42 PM

ওয়াশিংটন: মার্কিন নির্বাচনে ইলেক্টোরাল ভোটে জিতেছেন জো বাইডেন (Joe Biden)। পরাজয় হয়েছে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। কিন্তু পরাজয় মানতে নারাজ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ কারচুপি হয়েছে ভোটে। এই রায় আমেরিকাবাসীর রায় নয়। কিন্তু একাধিকবার সুপ্রিম কোর্টে গিয়েও মুখ থুবড়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিয়ম মাফিক জানুয়ারির ২০ তারিখ প্রেসিডেন্ট হিসাবে অভিষেক হবে ডেমোক্র্যাট জো বাইডেনের। সেদিনই পাল্টা ট্রাম্পের অভিষেকের ডাক দিলেন ট্রাম্প সমর্থকরা।

সমর্থকরা জানিয়েছেন, ভার্চুয়াল মাধ্যমে হবে ট্রাম্পের দ্বিতীয় দফার অভিষেক। কিন্তু এই বিষয়ে এখনও কিছু জানাননি প্রেসিডেন্ট ট্রাম্প। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রাম্প অভিষেকের প্রচার। সেখানে সমর্থকরা দাবি করছেন প্রায় ৩ লক্ষ ২৫ হাজার মানুষ এপর্যন্ত ট্রাম্পের অভিষেকে সমর্থন জুগিয়েছেন।

ট্রাম্পের ভার্চুয়াল অভিষেকে যোগ দেওয়ার সম্মতি জানিয়ে সই করেছেন প্রায় ৬০ হাজার মানুষ। ওয়াশিংটনে ২০ জানুয়ারি বেলা ১২ টায় অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা জো বাইডেনের। একই দিনে একই সময়ে ট্রাম্পের ভার্চুয়াল অভিষেকের অনুষ্ঠান করার কথা জানিয়েছেন ট্রাম্প সমর্থকরা।

আরও পড়ুন: প্রতি ৩৩ সেকেন্ডে মৃত্যু করোনা ‘বিধ্বস্ত’ আমেরিকায়! চক্ষু ছানাবড়া পরিসংখ্যান

মার্কিন নির্বাচনে হেরে যাওয়ার পর নাটকীয় টুইট করে ভোটে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সমর্থনে রাস্তায়ও নেমেছিলেন আমেরিকার মানুষ। কিন্তু আইনি পথে হেঁটেও ভাগ্য ফেরাতে পারেননি ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: ‘দুই দেশের সম্পর্ক রক্ত ও ত্যাগের’, বাংলাদেশে সম্প্রীতির বার্তা ভারতীয় হাই কমিশনারের

বিপুল ভোটে জয়ী ঘোষিত হয়েছেন বাইডেন। কিন্তু তারপরেও থামেননি ডোনাল্ড ট্রাম্প। ভিডিয়ো ফুটেজ পোস্ট করে ফের ভোটের কারচুপির অভিযোগ করেন। কিন্তু তাতেও পরিবর্তন হয়নি কিছুই। এখনও পর্যন্ত যা স্থির হয়েছে তাতে ৪৬-তম প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে পা রাখতে চলেছেন বাইডেনই।