প্রতি ৩৩ সেকেন্ডে মৃত্যু করোনা ‘বিধ্বস্ত’ আমেরিকায়! চক্ষু ছানাবড়া পরিসংখ্যান

গত ৭ দিনেই সে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ হাজার মানুষ

প্রতি ৩৩ সেকেন্ডে মৃত্যু করোনা 'বিধ্বস্ত' আমেরিকায়! চক্ষু ছানাবড়া পরিসংখ্যান
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 22, 2020 | 8:18 PM

ওয়াশিংটন: গত সপ্তাহে আমেরিকায় (USA) প্রতি ৩৩ সেকেন্ডে প্রাণ হারিয়েছেন করোনা আক্রান্ত একজন ব্যক্তি। গত ৭ দিনেই সে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ হাজার মানুষ। সারা বিশ্বে করোনায় সবচেয়ে বেশি বিধ্বস্ত আমেরিকা। করোনা আক্রান্তর তালিকায়ও বিশ্বে প্রথম ট্রাম্পের দেশ। বারবার করোনা নিয়ে ভিন্ন সুর শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে।

জাতীয় স্তরে মাস্ক বাধ্যতামূলক করার পক্ষেও কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। যার ফলে বারবার করোনা ইস্যুতে বিরোধীরা নিশানা করেছে তাঁকে। বিশেষজ্ঞরা মনে করেন মার্কিন নির্বাচনে ট্রাম্পের হেরে যাওয়ার অন্যতম কারণও করোনা নিয়ে উদাসীনতা। সে দেশের নির্বাচনের আগে একাধিক জনসভা ও পরে থ্যাঙ্কসগিভিং উৎসব করোনা সংক্রমণে অনুঘটকের কাজ করেছে বলেও অনুমান বিশেষজ্ঞদের।

আমেরিকায় এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৪ লক্ষেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ২৬ হাজারেরও বেশি করোনা রোগী। তবে গত সপ্তাহে আমেরিকায় করোনা পজেটিভিটির হার সামান্য কমেছে। গত সপ্তাহে পজেটিভ রেট এসেছে ১১.৩ শতাংশ। তার আগের সপ্তাহে এটাই ছিল ১২ শতাংশ। সে দেশের ৫০ টি অঙ্গরাজ্যের মধ্য়ে ৩১ টি অঙ্গরাজ্যেই পজেটিভিটি হার ১০ শতাংশের বেশি।

আরও পড়ুন: নতুন ‘স্ট্রেনের’ বিরুদ্ধে প্রতিষেধক বানাতে সময় লাগবে ৬ সপ্তাহ, দাবি বায়োএনটেকের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পজেটিভিটির হার ৫ শতাংশের বেশি হলেই তা চিন্তাজনক। সেখানে আমেরিকার পরিস্থিতি নিঃসন্দেহে ভয়াবহ। আমেরিকাতে ইতিমধ্যে শুরু হয়েছে ফাইজ়ার ও মডার্নার টিকাকরণ। অত্যন্ত দ্রুত গতিতে টিকা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। কিন্তু রাশ নামছে না সংক্রমণে।