নতুন ‘স্ট্রেনের’ বিরুদ্ধে প্রতিষেধক বানাতে সময় লাগবে ৬ সপ্তাহ, দাবি বায়োএনটেকের
বায়োএনটেক (BioNtech) জানাল, তাদের প্রতিষেধক তো কার্যকরী হবেই। তবে যদি প্রয়োজন পড়ে নতুন 'স্ট্রেনের' বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি হবে মাত্র ৬ সপ্তাহে।
বার্লিন: বর্তমান প্রতিষেধক দিয়ে কি রোখা যাবে করোনার নতুন ‘স্ট্রেন’! এই প্রশ্নই ঘোরপাক খাচ্ছে বিশ্ববাসীর মনে। তবে আশ্বাস দিচ্ছে প্রতিষেধক নির্মাতারা। আগেই রাশিয়া দাবি করেছে নতুন ‘স্ট্রেনের’ বিরুদ্ধেও কার্যকরি হবে তাদের প্রতিষেধক স্পুটনিক ভি। এবার বায়োএনটেক (BioNtech) জানাল, তাদের প্রতিষেধক তো কার্যকরী হবেই। তবে যদি প্রয়োজন পড়ে নতুন ‘স্ট্রেনের’ বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি হবে মাত্র ৬ সপ্তাহে।
ফাইজ়ার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনা প্রতিষেধককে অনুমোদন দিয়েছে একাধিক দেশ। ব্রিটেন ও আমেরিকায় ইতিমধ্যেই শুরু হয়েছে টিকাকরণ। কিন্তু টিকাকরণের পাশাপাশিই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন অভিযোজিত ভাইরাস সম্পর্কে বায়োএনটেকের সহ প্রতিষ্ঠাতা উগুর সাহিন জানান, ফাইজ়ারের বর্তমান করোনা প্রতিষেধক নতুন ‘স্ট্রেনের’ বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে পারবে। পাশাপাশি তিনি এ-ও জানান, ম্যাসেঞ্জার প্রযুক্তির মাধ্যমে নতুন ‘স্ট্রেনের’ বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করা যাবে ৬ সপ্তাহের মধ্যেই।
আরও পড়ুন: একাধিক দেশে ছড়িয়ে থাকতে পারে করোনার নতুন ‘স্ট্রেন’! আশঙ্কা হু-র প্রধান বিজ্ঞানীর
স্পুটনিক ভি প্রসঙ্গে ‘রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড’-এর সিইও কিরিল দমিত্রিভ জানিয়েছিলেন, তাদের করোনা প্রতিষেধকও অভিযোজিত স্ট্রেনের বিরুদ্ধে কাজ করবে। তবে ভ্যাকসিনের কার্যকরিতা প্রসঙ্গে এখনও কোনও বিস্তারিত তথ্য জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনের মতে, এই বিষয়ে নিশ্চিত হয়ে কোনও কথা বলতে গেলে আরও গবেষণা প্রয়োজন।