‘দুই দেশের সম্পর্ক রক্ত ও ত্যাগের’, বাংলাদেশে সম্প্রীতির বার্তা ভারতীয় হাই কমিশনারের
বিক্রম বলেন, "দুই দেশের সম্পর্ক শুধু ইতিহাস সংস্কৃতির নয়। রক্ত ও ত্যাগের। কেউ ভাঙতে পারবে না।"
ঢাকা: কাঁটাতারের এপার ওপার। একটা দেশ অন্যটা বিদেশ। কিন্তু কোথাও একটা আত্মিক মিল। ফের সে কথাই মনে করিয়ে দিলেন বাংলাদেশে (Bangladesh) নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। মঙ্গলবার চন্দ্রনাথ পাহাড়ের কোলে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে এসে বিক্রম বলেন, “দুই দেশের সম্পর্ক শুধু ইতিহাস সংস্কৃতির নয়। রক্ত ও ত্যাগের। কেউ ভাঙতে পারবে না।”
কয়েক দিন আগেই পালিত হল বাংলাদেশের বিজয় দিবস। এপার ওপার দুই বাংলাতেই স্মরণ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের। কিন্তু বিজয়ের ঠিক আগের মুহূর্তেই মিত্রবাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়েছিল পাকিস্তান। সেখানে শহিদ হয়েছিলেন ৫০ জনেরও বেশি মুক্তিযোদ্ধা। তাঁদের স্মরণেই ২৩ লক্ষ টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে এই ভাস্কর্য।
আরও পড়ুন: প্রতি ৩৩ সেকেন্ডে মৃত্যু করোনা ‘বিধ্বস্ত’ আমেরিকায়! চক্ষু ছানাবড়া পরিসংখ্যান
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন সস্ত্রীক বিক্রম দোরাইস্বামী। তিনি জানান, ভারত ও বাংলাদেশ ও ভারতের মতো বন্ধুত্ব বিশ্বের অন্য কোথাও নেই। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ডেপুটি হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি প্রমুখ। ভাস্কর্যের উদ্বোধন করেন সাংসদ মোশাররফ হোসেন।