ওয়াশিংটন: করোনা অতিমারির জেরে এখন সারা বিশ্ব আগের থেকে কয়েক গুণ বেশি ডিজিটাল। অতিমারি পরবর্তীকালেও ডিজিটাল সংযোগের ধারা বজায় থাকবে। এমতাবস্থায় হবু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ডিজিটাল স্ট্র্যাটেজি তৈরির দায়িত্ব তুলে দিলেন কাশ্মীরের আয়েশা শাহের (Aisha Shah) হাতে। ভারতীয় বংশোদ্ভূত আয়েশাই পরিচালনা করবেন হোয়াইট হাউসের ডিজিটাল সংযোগ।
কাশ্মীরের মেয়ে আয়েশা বাইডেন-হ্যারিসের হয়ে নির্বাচনী প্রচারেও ডিজিটাল সংযোগের কাজ করেছিলেন। আমেরিকায় নির্বাচনী প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল মাধ্যম। সেখানে দক্ষতার সঙ্গে কাজ করেই বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ দখল করলেন তিনি। আয়েশাকে ডিজিটাল স্ট্র্যাটেজির পার্টনারসিপ ম্যানেজার পদে নিযুক্ত করেছেন বাইডেন। ডিজিটাল স্ট্র্যাটেজির ডিরেক্টর হচ্ছেন রব ফ্লাহের্টি।
লুসিয়ানাতে বেড়ে উঠেছেন এই অনাবাসী কাশ্মীর কন্যা। এখন তিনি স্মিথোসোনিয়ান ইনস্টিটিউসনের অ্যাডভান্সমেন্ট স্পেসালিস্ট। এর আগে অ্যাসিসটেন্ট ম্যানেজার হিসাবে ‘জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসেও’ কাজ করেছেন তিনি। আয়েশা ছাড়াও বাইডেনের ডিজিটার দলে রয়েছেন ব্রেন্ডন কোহেন, মহা ঘানডৌর, জনাথন হাবার্ট, জ্যামি লোপেজ-সহ আরও অনেকে।
ডিজিটাল দল ঘোষণা করে বাইডেন বলেছেন, “এই অত্যন্ত অভিজ্ঞ ডিজিটাল দলের মাধ্যমে আমেরিকার মানুষ হোয়াইট হাউসের সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারবেন।” মহামারির ফলে ডিজিটাল মাধ্যমের গুরুত্ব বেড়েছে একথা জানিয়ে আমেরিকাবাসীর সঙ্গে সংযোগ বৃদ্ধির কথা জানিয়েছেন হবু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।
আরও পড়ুন: করোনা টিকা নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
বাইডেন আমলে আমেরিকার একাধিক উচ্চতর প্রশাসনিক পদে নিযুক্ত হয়েছেন অনাবাসী ভারতীয়রা। বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও একজন ভারতীয় বংশোদ্ভূত। কমলাই আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও বিবেক মূর্তি-সহ একাধিক ভারতীয় স্থান পেয়েছেন বাইডেনের প্রশাসনিক দলে।