‘ধ্রুবতারা’র উদ্বোধন করলেন শেখ হাসিনা

সুমন মহাপাত্র |

Dec 27, 2020 | 8:33 PM

যশোরের রাষ্ট্রপতি কুচকাওয়াজে ক'দিন আগেই অত্যাধুনিক বিমান কেনার কথা জানিয়েছিলেন মুজিবকন্যা।

ধ্রুবতারার উদ্বোধন করলেন শেখ হাসিনা
ফাইল চিত্র

Follow Us

ঢাকা: ধ্রুবতারা যেভাবে দিক নির্দেশ করে সেভাবেই দিক নির্দেশ করবে এটি। একথা বলেই নতুন বিমান ‘ধ্রুবতারা’র উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। গণভবন থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ড্যাশ ৮-৪০০ বিমানটির উদ্বোধন করেন হাসিনা। তিনি বলেন, “যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নোয়নের মাধ্যমে আমরা পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চাই।”

যশোরের রাষ্ট্রপতি কুচকাওয়াজে ক’দিন আগেই অত্যাধুনিক বিমান কেনার কথা জানিয়েছিলেন মুজিবকন্যা। ‘ধ্রুবতারা’র উদ্বোধনে তিনি জানান, অত্যাধুনিক বিমান কিনছে বাংলাদেশ। বোন শেখ রেহানার সহযোগিতায় নতুন বিমানটির নামকরণও নিজেই করেছেন বলে জানান প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই পরিস্থিতিতে ফের সংযোগ তৈরি হওয়ার বিষয়েও আশাবাদী তিনি।

আরও পড়ুন: করোনা টিকা নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

‘ধ্রুবতারা’র সংযোগে বাংলাদেশে মোট বিমানের সংখ্যা হল ১৯। যার মধ্যে রয়েছে বোয়িং ৭৭৭-৩৩০ইআর, বোয়িং ৭৮৭-৮, বোয়িং ৭৮৭-৯, বোয়িং ৭৩৭ ও ড্যাশ ৮-৪০০। উদ্বোধনী অুষ্ঠানে হাসিনা ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন মুখ্য সচিব আহমদ কায়কাউস। এদিন এই অনুষ্ঠান থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন হাসিনা।

Next Article