ওয়াশিংটন: পরমাণু প্রকল্প থেকে দেশের নিরাপত্তার গোপন কৌশল, প্রতিরক্ষা থেকে গোয়েন্দা বিভাগের সব গোপন খবরই ছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে থাকা নথিতে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে যে ৪৯ পাতার চার্জশিট প্রকাশ করা হয়েছে, তাতে এমনই অভিযোগের উল্লেখ রয়েছে। দফতরের একেবারে গোপন ক্যাবিনেটে যে নথির স্থান পাওয়ার কথা, সেটাই নাকি ছিল ডোনাল্ড ট্রাম্পের ক্লাব হাউসে। শুধুমাত্র স্নানের ঘরে সেই নথি লুকিয়ে রাখা হয়েছিল, তাই নয়, অতিথি-অভ্যাগতদের সামরিক কৌশল সম্পর্কেও জানিয়েছিলেন বলে অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে।
সংবাদমাধ্যম বিবিসি-তে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, কাডবোর্ডের বাক্সে ভরা সেই নথি স্থান পেয়েছে সেই বাড়ির বলরুমে ও শৌচাগারে। ২০২৪-এর নির্বাচনে আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য যিনি ফের লড়বেন, সেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা হয়েছে ৩৭টি অভিযোগ।
১. চার্জশিটে উল্লেখ, যে সব নথি উদ্ধার হয়েছে, তার মধ্যে রয়েছে আমেরিকার পরমাণু সংক্রান্ত পরিকল্পনার তথ্য। আমেরিকা ও তার বন্ধু দেশগুলির সামরিক শক্তি সম্পর্কেও বিশদ তথ্য রয়েছে সে সব কাগজে। বিশেষজ্ঞরা বলছেন, এই নথিগুলো শুধু গোপনই নয়, এর মধ্যে এমন কিছু স্পর্শকাতর নথি আছে, যা অত্যন্ত সুরক্ষিত রাখা প্রয়োজন ছিল।
২. সামরিক অভিযান কীভাবে চালানো হবে, তা প্রতিটি দেশের ক্ষেত্রে এক গোপন বিষয় বলেই গন্য হয়। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সেই রণকৌশলের নথি শুধু নিজের বাড়িতে রেখেছিলেন তাই নয়, সে সব নাকি দেখিয়েও ছিলেন অনেককে। একবার নয়, দুবার দেখানো হয়েছিল সে সব। এক সামরিক অভিযানের কথা নাকি প্রকাশ্যে এনেছিলেন তিনি।
৩. হোয়াইট হাউস থেকে যে নথি তিনি নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ, সে সব নাকি পড়ে থাকত যত্রতত্র। বলরুম অর্থাৎ যেখানে বিশেষ অনুষ্ঠানে অতিথিরা যেতেন, সেখানে রাখা ছিল কিছু বাক্স। একগুচ্ছ বাক্স ছিল শোবার ঘরে ও ট্রাম্পের অফিসে। সবথেকে আশ্চর্য বিষয় হল, ওই ক্লাব হাউসের বাথরুমেও জায়গা পেয়েছিল নথি। কিছু কাগজ স্টোর রুমের মেঝেতে ছড়ানো ছিল বলেও দাবি করা হয়েছে চার্জশিটে।
৪. ‘লুকিয়ে ফেল না নষ্ট করে ফেল’, এমনটাই নাকি নিজের সহযোগীকে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এফবিআই এজেন্ট ও নিজের আইনজীবীর থেকে লুকতে গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে ফেলতে চেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে।
এমনই আরও অনেক অভিযোগ সামনে এসেছে, যা অস্বীকার করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার মিয়ামির আদালতে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।