Fire In Railway Track : তাপমাত্রার পারদ চড়ছে, আগুন জ্বলল লন্ডনের রেলওয়ে ট্র্যাকে

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 12, 2022 | 5:23 PM

Fire In Railway Track : তাপমাত্রা বাড়ছে ব্রিটেনে। তাপমাত্রা বৃদ্ধির কারণে সেখানে রেলওয়ে ট্র্যাকে আগুন ধরে গিয়েছে। সেখানকার নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর।

Fire In Railway Track : তাপমাত্রার পারদ চড়ছে, আগুন জ্বলল লন্ডনের রেলওয়ে ট্র্যাকে
ছবি সৌজন্য়ে : টুইটার

Follow Us

লন্ডন : ইউরোপের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে আরও বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধির কারণে গতকাল লন্ডনের একটি রেলট্র্যাকে আগুন ধরে যায়। ব্রিটেনের এক সংবাদ মাধ্যম অনুযায়ী, দক্ষিণ লন্ডনের ওয়ান্ডসওর্থ রোড ও লন্ডন ভিক্টোরিয়ার মাঝের ট্র্যাকে এই ঘটনা ঘটে। এর ফলে ভিক্টোরিয়া ও ব্রিক্সটনের মধ্যে রেল পরিষেবা কিছুক্ষণ বন্ধ থাকে। ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে ধীর গতিতে রেল চলাচল হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

তাপমাত্রা বৃদ্ধির কারণে ওয়েস্ট মিডল্যান্ডস ট্রেন রুটে বিভিন্ন ট্রেনের ক্ষেত্রে গতিবেগ ৬০ মিটার প্রতি ঘণ্টা থেকে থেকে ২০ মিটার প্রতি ঘণ্টা করে দেওয়া হয়েছে। এদিকে নেটওয়ার্ক রেল গার্ড ও অন্যান্য আধিকারিকরা লন্ডনের রেল ট্র্যাকে আগুন লাগার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দক্ষিণ-পূর্ব রেলওয়ের ম্যানেজিং ডিরেক্টর স্টিভ হোয়াইটও এই ছবি টুইটারে পোস্ট করে রেল কোম্পানিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তড়িঘড়ি পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি টুইটে লেখেন, ‘রেল কোম্পানি ও লন্ডন ফায়ার ব্রিগেডকে ধন্যবাদ জানাই তাড়াতাড়ি পদক্ষেপ করার জন্য।’ এর উত্তরে দক্ষিণ-পূর্ব নেটওয়ার্ক রেলের তরফে একটি আগুনের একটি ছবি টুইট করা হয়। এবং বলা হয়ে, ‘এই সপ্তাহে এই তাপমাত্রা আমাদের সবার কাছেই বাধা হয়ে দাঁড়াতে পারে।’

রেলওয়ে ট্র্যাকে কীভাবে আগুন ধরে?

সংস্থার তরফে একটি পোস্টে রেল ট্র্যাকে আগুন লাগার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। রেল ট্র্য়াকের মাঝে বসানো পাত খুব শুষ্ক থাকে। তাই এতে আগুন ধরে গিয়েছে। যদিও এই বিষয়ে তাঁরা নিশ্চিত নন যে কীভাবে আগুন লাগল। যদিও ইতিমধ্যেই আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর ট্র্যাক বদলে ফেলতে হবে কিনা তাও বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, ব্রিটেনে উচ্চ তাপমাত্রার কারণে এরকম ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি অনুযায়ী, ব্রিটেনে এ বছর তাপামাত্রার পারদ ৩৪ ডিগ্রি সেলসিয়াস অবধি চড়তে পারে। আবহাওয়ার দফতরের তরফে স্বাস্থ্য ও পরিবহণ নিয়ে সতর্ক করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের ঘরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। বেশি করে জল খেতে বলা হয়েছে।

Next Article
Basil Rajapaksa: উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দুবাই পালাতে গিয়ে বিমানবন্দরে বাধার মুখে প্রাক্তন মন্ত্রী
Death mystery: নিয়ে যাওয়ার আগে সঙ্কেত দেয় মৃত্যু! মারা যাওয়ার সময় কী হয়, কেমন লাগে?