Anurag Thakur: ‘সীমানা পার করলে ফল পেতে হবে’, TV9 গ্লোবাল সামিটের মঞ্চ থেকে পাকিস্তানকে বার্তা অনুরাগ ঠাকুরের
Anurag Thakur: ভারতের অর্থনীতির যাত্রার কথাও এদিন গ্লোবাল সামিটে তুলে ধরেন অনুরাগ ঠাকুর। তিনি বলেন, "পঞ্চম স্থান থেকে বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে ভারত। তৃতীয় হওয়ার পথে এগোচ্ছে ক্রমশ।" আর ভারতের আত্মবিশ্বাস ও আত্মরক্ষাই যে তার ভিত্তি, সে কথাও বলেন অনুরাগ ঠাকুর।

স্টুটগার্ট: বিশ্ব যখন পরিবর্তনশীল, তখন তার মাঝে ভারতের অবস্থান ঠিক কোথায়! News9 Global Summit-এর মঞ্চ থেকে বিশ্ববাসীর কাছে সেই বার্তাই পৌঁছে দিলেন লোকসভার সাংসদ তথা সংসদীয় কমিটির (কয়লা, খনি, স্টিল সংক্রান্ত) চেয়ারম্যান অনুরাগ ঠাকুর। আজ, বৃহস্পতিবার জার্মানির স্টুটগার্টে শুরু হয়েছে সেই গ্লোবাল সামিট। প্রথম দিনের অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন অনুরাগ ঠাকুর।
‘TV9-কে ধন্যবাদ’
বক্তব্যের শুরুতেই এদিন TV9 নেটওয়ার্ককে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সাংবাদিকতার প্রতি সততা ও নিষ্ঠা যেভাবে বজায় রাখা হয়েছে, তার প্রশংসা করেন সাংসদ। পাশাপাশি TV9 যেভাবে ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াই করছে, সে কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের যে পরিবর্তন ঘটছে, তা বারবার তুলে ধরেছে এই সংস্থা।”
বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান
অনুরাগ ঠাকুর বলেন, জার্মানি ভারতের এক বিশ্বস্ত বন্ধু। তিনি মনে করিয়ে দেন, গত ফেব্রুয়ারিতে জার্মানিতে গেলে তাঁকে বলা হয়েছিল, ভারত রিফ্রেশ বাটন চালু করেছে। উত্তরে অনুরাগ বলেছিলেন রিফ্রেশ নয়, রিসেট বাটন দিয়েছে ভারত।
এদিনের অনুষ্ঠান থেকে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দেন অনুরাগ ঠাকুর। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিশ্বে একমাত্র সন্ত্রাস রফতানিকারী দেশের বুঝে যাওয়া উচিত যে সীমানা পার করলেও তার ফল ভুগতে হবে।” ভারতের যা সামরিক ক্ষমতা, তার কিছুমাত্রই দেখানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পাঁচ থেকে চারে
ভারতের অর্থনীতির যাত্রার কথাও এদিন গ্লোবাল সামিটে তুলে ধরেন অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “পঞ্চম স্থান থেকে বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে ভারত। তৃতীয় হওয়ার পথে এগোচ্ছে ক্রমশ।” আর ভারতের আত্মবিশ্বাস ও আত্মরক্ষাই যে তার ভিত্তি, সে কথাও বলেন অনুরাগ ঠাকুর। তাঁর কথায়, অতিমারির সময় যখন বাকি দেশের অর্থনীতি ডুবে গিয়েছে, তারপরও ভারত উন্নতি করেছে। সাংসদ উল্লেখ করেন, বর্তমানে ডিজিটাল পেমেন্টে ভারত প্রথম, স্টিল উৎপাদনে দ্বিতীয় ও অটোমোবাইল ম্যানুফ্যাকচারে তৃতীয়।
ক্লিন এনার্জির ক্ষেত্রে ভারতের উদ্য়োগের কথা তুলে ধরেন অনুরাগ ঠাকুর। ইন্টারন্যাশনাল সোলার অ্য়ালায়েন্স, গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স, মিশন লাইফ, ওয়ান সান, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান গ্রিডের মতো উদ্যোগের কথা বলেন তিনি। গ্লোবাল সাউথ ও গ্লোবাল নর্থ এক হওয়া উচিত বলে মনে করেন অনুরাগ।
ভারত ও জার্মানির কোলাবরেশনের ৬টি দিক তুলে ধরেন অনুরাগ ঠাকুর
1. Green energy and industrial decarbonisation, 2. Resilient and rule-based trade, 3. Technology and supply chain partnerships, 4. Innovation, startups, and research bridges, 5. Skill and vocational collaboration, 6. Climate finance and sustainable infrastructure.
