PM Modi’s US Visit: ‘সীমাহীন সম্ভাবনা রয়েছে ভারতের’, প্রধানমন্ত্রী মোদীর জ্ঞানে মুগ্ধ নোবেলজয়ী থেকে বিনিয়োগকারীরা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 21, 2023 | 11:11 AM

PM Narendra Modi: জনপ্রিয় অ্যাস্ট্রোফিজিসিস্ট নীল ডিগ্রাসে টাইসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বলেন, "প্রধানমন্ত্রী মোদীর জন্য় আকাশ শেষ সীমা নয়। আমি এমন রাষ্ট্রনেতার সঙ্গে সময় কাটিয়ে খুব খুশি যিনি বৈজ্ঞানিক বিষয় নিয়েও চিন্তাভাবনা করেন।"

PM Modis US Visit: সীমাহীন সম্ভাবনা রয়েছে ভারতের, প্রধানমন্ত্রী মোদীর জ্ঞানে মুগ্ধ নোবেলজয়ী থেকে বিনিয়োগকারীরা
বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রী মোদীর।

Follow Us

নিউ ইয়র্ক: মার্কিন সফরে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবারই তিনদিনের সফরে আমেরিকায় পৌঁছন তিনি। মার্কিন সফরে (US Visit) প্রায় দু’ডজন কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। আজ রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আগামিকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদী-বাইডেন। টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগ নিয়েও তাঁরা আলোচনা করবেন বলে জানা গিয়েছে। ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সম্মানে ওই দিন রাতে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করছেন প্রধানমন্ত্রী জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন একাধিক বিশিষ্ট ব্যক্তির। জনপ্রিয় অ্যাস্ট্রোফিজিসিস্ট নীল ডিগ্রাসে টাইসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বলেন, “প্রধানমন্ত্রী মোদীর জন্য় আকাশ শেষ সীমা নয়। আমি এমন রাষ্ট্রনেতার সঙ্গে সময় কাটিয়ে খুব খুশি যিনি বৈজ্ঞানিক বিষয় নিয়েও চিন্তাভাবনা করেন। বহু রাষ্ট্রনেতাই কোন বিষয়ে গুরুত্ব দেবেন, তা বুঝতে পারেন না। কিন্তু প্রধানমন্ত্রী মোদী সমাধান সূত্র সহ একাধিক বিষয় নিয়ে ভাবেন। ভারতের সীমাহীন সাফল্য অর্জনের যে সম্ভাবনা রয়েছে, তা শুধু আমি একা বলছি না।”

বিশিষ্ট বিনিয়োগকারী তথা বিশ্লেষক রে ডালিও-র সঙ্গেও মঙ্গলবার সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদী। নমোর সঙ্গে বৈঠকের পর ডালিও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন ব্যক্তি যিনি সঠিক সময়ে ভারতের ক্ষমতায় এসেছেন। ভারতের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এখন তাদের কাছে এমন একজন সংস্কারক রয়েছেন, যার পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। ভারত ও প্রধানমন্ত্রী মোদী এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন যা একাধিক সুযোগ তৈরি করবে।”

নোবেল পুরস্কার প্রাপ্ত পল রোমারও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর বলেন, “আজ খুব ভাল একটা দিন কাটল। ভারত সম্পর্কে এবং তারা কী করছে, সেই সম্পর্কে অনেক কিছু জানতে-শিখতে পারলাম। আধারের মতো পরিষেবার মাধ্যমে কীভাবে অথেন্টিকেশন পদ্ধতি ব্যবহার করা যায়, তা নিয়ে বিশ্বকে পথ দেখাতে পারে ভারত। প্রধানমন্ত্রী এই নিয়ে খুব ভাল ব্য়াখ্যা করেছেন। নগরায়ন কোনও সমস্যা নয়, বরং সুযোগ।”

Next Article