PM Modi’s US Visit: শিক্ষা থেকে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন, মার্কিন সফরের প্রথম দিনে নমোর সঙ্গে আলোচনায় বসলেন এই বিশিষ্ট ব্যক্তিত্বরা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 21, 2023 | 12:00 PM

PM Narendra Modi: একাধিক শিক্ষাবিদদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার সঙ্গে সহযোগিতায় ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে কীভাবে শিক্ষাব্যবস্থাকে উন্নত করা যায়, তা নিয়েও আলোচনা করেন তিনি।

PM Modis US Visit: শিক্ষা থেকে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন, মার্কিন সফরের প্রথম দিনে নমোর সঙ্গে আলোচনায় বসলেন এই বিশিষ্ট ব্যক্তিত্বরা
শিক্ষা-স্বাস্থ্য় ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর।

Follow Us

নিউ ইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক, দ্বিপাক্ষিক চুক্তি, ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সভা, মার্কিন সেনেটের যৌথ অধিবেশনে ভাষণ- মার্কিন সফরে আগামী তিনদিনে মোট ১৭টি কর্মসূচিতে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, বুধবার রাষ্ট্রসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে শো- স্টপার হবেন নরেন্দ্র মোদীই। মঙ্গলবার ও বুধবার, বিভিন্ন বিশেষজ্ঞ, শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। তাদের সঙ্গে বৈশ্বিক রাজনীতি, বৈশ্বিক অর্থনীতি, পর্যটন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী গতকাল থিঙ্ক ট্য়াঙ্ক স্পেসের যে সমস্ত বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করেন, তাঁরা হলেন মাইকেল ফ্রোম্যান, ড্যানিয়েল রাসেল, ডঃ ম্যাক্স আব্রাহাম, জেফ এম.স্মিথ, এলব্রিজ কোলবি, গুরু সোওলে।

পাশাপাশি একাধিক শিক্ষাবিদদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার সঙ্গে সহযোগিতায় ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে কীভাবে শিক্ষাব্যবস্থাকে উন্নত করা যায়, তা নিয়েও আলোচনা করেন তিনি। গতকাল প্রধানমন্ত্রী মোদী যে সমস্ত শিক্ষাবিদদের সঙ্গে দেখা করেন, তাঁরা হলেন, অধ্য়াপক রতন লাল, ডঃ নীলী বেদাপুদি, ডঃ প্রদীপ খোসলা, ডঃ সতীশ ত্রিপাঠি, চন্দ্রিকা ট্যান্ডন, অধ্য়াপক জগ্মোহন রাজু, ডঃ মাধব ভি রাজন, ডঃ অনুরাগ মাইরাল।

স্বাস্থ্য ক্ষেত্রের বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মহামারিকে নজরে রেখে দেশের স্বাস্থ্য পরিকাঠামো কেমন, স্বাস্থ্য ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সহ একাধিক বিষয় নিয়ে  আলোচনা করেন নোবেলজয়ী ডঃ পিটার আগরে, ডঃ লওটন রবার্ট বার্নস, ডঃ স্টিফেন ক্লাসকো, ডঃ পিটার হোটেজ়,ডঃ সুনীল এ ডেভিড, ডঃ ভিভিয়ান এস লি-র সঙ্গে।

Next Article