রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ, মেক্সিকোয় কনভয় হামলায় মৃত ১৩ পুলিশকর্মী

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 19, 2021 | 1:50 PM

বৃহস্পতিবার রাতে মেক্সিকো সিটি(Mexico City)-র দক্ষিণ-পশ্চিম অঞ্চলে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশের একটি কনভয়। আচমকাই সেই কনভয়ের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় প্রাণ হারান আটজন পুলিশকর্মী ও পাঁচজন সরকারি আইনজীবী।

রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ, মেক্সিকোয় কনভয় হামলায় মৃত ১৩ পুলিশকর্মী
মেক্সিকোে পুলিশ। ফাইল চিত্র।

Follow Us

মেক্সিকো সিটি: রাস্তার ঘারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ, রীতিমতো রক্তগঙ্গা বইছে রাস্তায়। বৃহস্পতিবার রাতে এমনটাই দৃশ্য দেখা গেল মেক্সিকো (Mexico) শহরে। সমাজবিরোধী কার্যকলাপে রাশ টানতেই টহলে বেরিয়েছিল পুলিশের একটি কনভয়। সেই সময়ই কনভয়ে হামলা চালায় মাদক পাচারকারী দুষ্কৃতীরা। এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান আটজন পুলিশকর্মী ও পাঁচজন সরকারি আইনজীবী।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশের একটি কনভয়। আচমকাই সেই কনভয়ের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ২০১৯ সালের পর এই প্রথম পুলিশবাহিনীর উপর এত বড় হামলা হল বলে জানিয়েছে সরকার পক্ষ। ২০১৯ সালের অক্টোবর মাসেও মিচোয়াক্যান শহরে পুলিশের উপর বন্দুকবাজরা হামলা চালায়। সেই ঘটনায় ১৪ জন পুলিশকর্মীর মৃত্যু হয়।

আরও পড়ুন: শপিং করতে গেলেও বাধ্যতামূলক করোনা পরীক্ষা, সংক্রমণে লাগাম দিতে নয়া নিয়ম বাণিজ্যনগরীতে

ঘটনায় কোন গোষ্ঠী জড়িত ছিল, সেই সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও কনভয়ে হামলা চালানোর পরই গোটা এলাকা জু়ড়ে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জনসুরক্ষা দফতরের প্রধান রডরিগো মার্টিনেজ সেলিস বলেন, “ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল কনভয়টি। মূলত ওই এলাকায় সক্রিয় একটি দুষ্কৃতী গোষ্ঠীকে ধরার লক্ষ্যেই তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময়ই এই হামলা চালানো হয়। এটি শুধু পুলিশ বাহিনীর উপর নয়, গোটা মেস্কিকো সরকারের উপরই হামলা। এর যোগ্য জবাব দেোয়া হবে।” তিনি জানান, অভিযুক্ত বন্দুকবাজদের ধরতে ইতিমধ্যেই সেনাবাহিনী, নৌসেনা ও জাতীয় নরাপত্তা বাহিনীকে কাজে লাগানো হয়েছে। আকাশপথেও নজরদারি চালানো হচ্ছে।

অন্যদিকে, রাস্তার ধারে পুলিশকর্মীদের নিথর দেহ পড়ে থাকার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই সরকারের ভূমিকা ও ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন মেক্সিকোবাসী। উল্লেখ্য, মাদক পাচারকারী ও অস্ত্র পাচারকারীদের মধ্যে প্রায়সই দ্বন্দ্বের খবর শোনা যায়। প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ় ম্যানুয়েল লোপেজ(Andrés Manuel López)-ও দেশে হিংসার পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেই কারণে সরাসরি মাদক পাচারকারীদের সঙ্গে জড়িত হবেন না বলে জানিয়েছেন। প্রশাসনের এই ভূমিকাতেও ক্ষুব্ধ সাধারণ মানুষ। গত বছরই মেক্সিকোয় দুষ্কৃতী হামলায় নিহত হন ৫০০ জন পুলিশ কর্মী।

আরও পড়ুন: এক দিনে একলাফে প্রায় ৪০ হাজার আক্রান্ত, দেশ জুড়ে বাড়ছে দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা

Next Article