সিডনি: ব্রিটেন, ইতালির পর এবার অস্ট্রেলিয়ায় (Australia) থাবা বসাল নতুন অভিযোজিত করোনাভাইরাস। রবিবারই অস্ট্রেলিয়ায় দু’জন করোনা আক্রান্তর হদিশ মিলেছে। যাদের করোনাভাইরাস ব্রিটেনের নতুন করোনার ‘স্ট্রেনের’ সঙ্গে মিলে গিয়েছে। সোমবার একথা নিশ্চিত করল সে দেশের স্বাস্থ্যমন্ত্রক।
তবে আধিকারিকরা একথাও জানিয়েছেন, সে দেশে এখনও নতুন অভিযোজিত করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ হয়নি। আক্রান্ত দু’জনই কোয়ারেন্টিনে। নিউ সাউথ ওয়েলসের প্রধান স্বাস্থ্য আধিকারিক কেরি চান্ট জানিয়েছেন, দু’জন ব্রিটেন ফেরতের শরীরে এই অভিযোজিত করোনাভাইরাস দেখা দিয়েছে। স্বাস্থ্য আধিকারিক পল কেলি জানিয়েছেন, ব্রিটেন থেকে আগত প্রত্যেককেই ১৪ দিনের হোটেল কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। কোয়ারিন্টেনি থাকলে ঝুঁকি নেই। তাই আপাতত ব্রিটেনের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ করছে না অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: নতুন রূপে করোনা সংক্রমণ, ‘হাতের বাইরে চলে গিয়েছে লন্ডন’! জানাল স্বাস্থ্যমন্ত্রক
সংক্রমণ রুখতে কী কী পদক্ষেপ করা হবে সে বিষয়ে বুধবার জানাবে অস্ট্রেলিয়ার সরকার। শুক্রবার লকডাউন জারি হয়েছে নিউ সাউথ ওয়েলসে। পাশাপাশি ক্যাফে, জিম মিলিয়ে ৯০ টি স্থানকে ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। সেখানে যারা গিয়েছেন তাদের আইসোলেশনে যেতে ও করোনা পরীক্ষা করানোরও আর্জি জানিয়েছে প্রশাসন। অস্ট্রেলিয়ায় এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ১৯৮ জন। প্রাণ হারিয়েছেন ৯০৮ জন।