ঢাকা: ডলার (Dollar) নয়, এবার থেকে টাকাতেই (Rupee) নির্ধারিত হবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিমানের ভাড়া। আগামী ১ জুলাই থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা হবে। বাংলাদেশ অসামরিক বিমান পরিবহণের (Civil Aviation of Bangladesh) তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। বিমানযাত্রীদের সুবিধা দিতেই ডলারের পরিবর্তে টাকাতে ভাড়া নির্ধারিত করার নিয়ম জারি করা হল বলে জানিয়েছেন বাংলাদেশের অসমারিক বিমান পরিবহণ মন্ত্রকের উপ-সচিব রোকসিন্দা ফারহানা।
বাংলাদেশ অসামরিক বিমান পরিবহণের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইন্সগুলো যে দেশে ব্যবসা পরিচালনা করছে, সে দেশের মুদ্রায় টিকিট বিক্রি করবে। একইভাবে বাংলাদেশে দেশি-বিদেশি সব ফ্লাইটের ভাড়া নির্ধারণ করা হবে টাকায়। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা), অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব)।
অ্যাভিয়েশন শিল্পের সঙ্গে যুক্তরা বলছেন, বিশ্বের মাত্র ৪টি দেশ মার্কিন ডলারে ফ্লাইট টিকিটের মূল্য নির্ধারণ করে। সেই দেশগুলি হল- বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও তাইওয়ান। বিশ্বের বাকি দেশগুলি এ ক্ষেত্রে তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে।
ডলারের পরিবর্তে টাকায় বিমান ভাড়া চালু করার ঘোষণায় খুশি যাত্রীরাও। কেননা ডলারের বিপরীতে টাকার দাম সম্প্রতি আরও কমে যাওয়ায় যাত্রীদের তুলনামূলক বেশি ভাড়া গুনতে হচ্ছিল। ফলে তাঁদের জন্য বাংলাদেশ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এই উদ্যোগ যথেষ্ট স্বস্তিদায়ক।