মেক্সিকো সিটি: চলতি বছরের ফেব্রুয়ারিতেই পরপর বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। গত কয়েক দশকে সবথেকে ভয়াবহ ভূমিকম্পে ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল তুরস্কের। একের পর এক বহুতল আবাসন ধসে পড়েছিল। আর সেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন বহু নাগরিক। কংক্রিটের চাঁই সরিয়ে প্রাণ উদ্ধার করতে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছিল একাধিক দেশ। এগিয়ে এসেছিল মেক্সিকোও। এই উদ্ধার অভিযানে মেক্সিকোর একটি অনুসন্ধানকারী কুকুরের প্রাণ গিয়েছিল। এবার মেক্সিকো একটি জার্মান শেফার্ড কুকুর উপহার দিল তুরস্ক।
তিনমাসের জার্মান শেফার্ডের এক কুকুর ছানাকে নিজেদের বাহিনীতে স্বাগত জানাল মেক্সিকো। দেশের তল্লাশি অভিযানে দক্ষ কুকুরদের বাহিনীতে যোগ দেবে এই কুকুর ছানা। এই কুকুর ছানার আবার নামও রাখা হয়েছে। অনলাইন ভোট করে ওর নাম ঠিক হয়েছে, ‘অর্কদাস’। তুর্কিতে যার অর্থ “বন্ধু”। প্রসঙ্গত, ফেব্রুয়ারির ভূমিকম্পে সিরিয়া-তুরস্ক সীমান্তে উদ্ধারকাজে গিয়েছিল মেক্সিকোর কুকুরের একটি দল। সেখানে চাঁইয়ের নিচে প্রাণের খোঁজ করাই ছিল তাদের কাজ। এই অভিযানে নেমে মৃত্যু হয় প্রোটিও-র। প্রোটিও-র পরিবর্তে তুরস্কের থেকে এবার অর্কদাসকে পেল মেক্সিকো।
প্রোটিও ছিল জার্মান শেফার্ড প্রজাতির। এদিকে প্রোটিওকে যিনি প্রশিক্ষণ দিয়েছিলেন তাঁর কাছেই তালিম নেবে অর্কদাসও। বুধবার একটি প্যাডেড সুবজ রঙের হার্নেস পরিয়ে অর্কদাসকে মেক্সিকো সিটির একটি সামরিক ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। হার্নেসে একটি ছোটো মেক্সিকোর পতাকাও ছিল। এদিকে এই অনুষ্ঠানের সময় সকলে মেক্সিকোর জাতীয় সঙ্গীত গেয়ে উঠতেই ঘেউ ঘেউ করে ওঠে অর্কদাস। মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী অর্কদাসের হয়ে টুইটে লেখেন, “মেক্সিকোর সব বন্ধুদের ধন্যবাদ যাঁরা আমায় এত ভালবাসা দিয়ে স্বাগত জানালেন। সেরা অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব।”