Crime: বৃদ্ধের দেহ ফ্রিজে রেখে দু’বছর ধরে পেনশনের টাকা তুলছেন এক ব্যক্তি

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 04, 2023 | 6:46 PM

জনসনের গ্রেফতারির পর তাঁকে আদালতে পেশ করেছিল পুলিশ। কিন্তু আদালতে সে আইনরাইটের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। জনসনের দাবি, আইনরাইটের অ্যাকাউন্টে থাকা অর্থ তাঁরই। তবে কী করে আইনরাইটের মৃত্যু হল সে ব্যাপারে এখনও জানা যায়নি।

Crime: বৃদ্ধের দেহ ফ্রিজে রেখে দুবছর ধরে পেনশনের টাকা তুলছেন এক ব্যক্তি
প্রতীকী ছবি

Follow Us

লন্ডন: পেনশন প্রাপক এক বৃদ্ধের বাড়িতে এক সঙ্গেই থাকতেন ৫২ বছরের এক ব্যক্তি। কয়েক বছর আগে পেনশন প্রাপক ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু সেই মৃত্যু বেমালুম চেপে গিয়েছেন ৫২ বছরের ওই ব্যক্তি। পেনশন প্রাপকের দেহ তিনি রেখেছিলেন ফ্রিজারে। কিন্তু পেনশন প্রাপকের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকছিল টাকা। ওই ব্যক্তি দিনের পর দিন বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন, নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। প্রায় ২ বছর এ ভাবেই জালিয়াতি চালিয়ে গিয়েছেন তিনি। অবশেষে ধরা পড়েছেন তিনি। আদালতে নিজের দোষও স্বীকার করেছেন। ঘটনটি ঘটেছে ব্রিটেনে। দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছ ঘটনার কথা।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জন আইনরাইট (৭১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছিল ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে। কিন্তু তাঁর দেহ উদ্ধার হয় ২০২০ সালের ২২ অগস্ট। এই দুবছর ধরে আইনরাইটের দেহ রাখা ছিল ফ্রিজারে। ড্যামিয়ন জনসন (৫২) নামের এক ব্যক্তি থাকতেন আইনরাইটের সঙ্গে। তিনিই আইনরাইটের মৃত্যুর পর তাঁর দেহ ফ্রিজারে রেখেছিলেন বলে অভিযোগ। আইনরাইট পেনশন পেতেন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য হাতিয়ে নেয় জনসন। আইনরাইটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গত ২ বছর ধরে টাকা তুলেছেন জনসন।

জনসনের গ্রেফতারির পর তাঁকে আদালতে পেশ করেছিল পুলিশ। কিন্তু আদালতে সে আইনরাইটের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। জনসনের দাবি, আইনরাইটের অ্যাকাউন্টে থাকা অর্থ তাঁরই। তবে কী করে আইনরাইটের মৃত্যু হল সে ব্যাপারে এখনও জানা যায়নি। তবে গোটা ঘটনায় জনসনকে দোষী সাব্যস্ত করেছে ব্রিটেনের আদালত। শীঘ্রই ওই ঘটনার সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে।

Next Article