ঢাকা: ভারতের হুঙ্কারের জবাব দিতে জানে বাংলাদেশ। চট্টগ্রামে বিজিবি বা বাংলাদেশের সীমানারক্ষীদের একটি অনুষ্ঠান থেকে বিস্ফোরক দাবি ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরীর।
এদিন তিনি বলেন, ‘ভারত যেমন হুঙ্কার দিচ্ছে, আমরাও ঠিক তেমনই প্রতিহুঙ্কার দিতে প্রস্তুত। যে কোনও পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছপা হব না।’
ইউনূসের অন্তর্বর্তী সরকার জন্ম দিয়েছে এক নতুন বাংলাদেশের। এই দেশে এখন ‘দ্বেষই’ যেন প্রধান। প্রতিমুহূর্তে ভারত বিরোধি আচরণ, সন্ত্রাসের আবহ, মৌলবাদীদের একাধিপত্য, প্রতিক্ষণে ইঙ্গিত দিচ্ছে এই বাংলাদেশ মুজিবের নয়, দাবি ওয়াকিবহাল মহলের।
এদিন অনুষ্ঠান থেকে ভারতকে হুঙ্কার দেওয়া ছাড়াও, স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বৈদেশিক সম্পর্ক রক্ষায় কী পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সরকার সজাগ আছে। এছাড়াও মায়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে নেই কোনও উত্তেজনার আঁচ। পরিস্থিতি হাতের মুঠোয় রাখতে আরাকান আর্মি ও মায়ানমার সরকারের সঙ্গেও আলোচনা চলছে। শঙ্কার আর কোনও কারণ নেই বললেই চলে।’
উল্লেখ্য, বাংলাদেশ তৈরি হওয়া উত্তেজনা আঁচ ফেলেছে ভারতেও। ইউনূস আমলে জেলমুক্তি পাচ্ছে একের পর এক ভারতবিদ্বেষী জঙ্গিনেতা। যার জেরে বাড়ছে অনুপ্রবেশও। বঙ্গের পথ ধরে গোটা দেশে নিজেদের জাল বিস্তার করতে মরিয়া হয়ে পড়েছে বাংলাদেশি জঙ্গিরা, এমনটাই খবর গোয়েন্দা সূত্রে।
আর জঙ্গিদের অবাধ বিচরণ রুখতে পদক্ষেপ কেন্দ্রের। ইতিমধ্যে চিকেন্স নেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে নজরদারি ড্রোন। জাল পাসপোর্ট ভাড়িয়ে কেউ যেন না অনুপ্রবেশ করতে পারে সেই জন্য জোর বাড়ানো হয়েছে সাইবার নিরাপত্তাতেও।