ঢাকা: চাপ দিয়ে ধর্মান্তরণে রাজি না হওয়ায় খুন! আবারও বাংলাদেশ থেকে সামনে এল নৃশংস ছবি। মুসলিম ধর্ম গ্রহণ না করতে চাওয়ায় খুন করে এক ব্যাক্তিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার ঘটনা। রাতে বাড়িতেই মেরে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় কট্টরপন্থী মৌলবাদীরা, এমনই অভিযোগ উঠেছে।
ওই হিন্দু ব্যক্তির বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবেড়িয়ার ডুবাচাইল গ্রাম নবীন নগর ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনাটি ঘটেছে। কিছুদিন ধরে ওই ব্যক্তিকে মুসলিম ধর্ম গ্রহণের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সম্প্রতি তাঁর জমি দখল করা হবে বলে হুমকিও দিয়ে আসেন মৌলবাদীরা। তারপরও রাজি না হওয়ায় রবিবার রাতে তাঁকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়।
এমন ঘটনা বাংলাদেশে এই প্রথম নয়। এর আগেও দেখা গিয়েছে, এক মহিলাকে বাড়িতে ঢুকে খুন করে দেওয়া হয়েছে, কারণ তাঁর ছেলে সনাতনী মঞ্চের অন্যতম প্রতিনিধি। তবে এত কিছু দেখার পরও চুপ ইউনূস প্রশাসন। মৌলবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পরমাত্মানন্দজী। তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। একটি পাশবিক ঘটনা। এই মৌলবাদী আগ্রাসন অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সব দেখেও ইউনূস বধিরের মতো আচরণ করছেন। ধর্মের জন্য এভাবে খুন করা অত্যন্ত মর্মান্তিক।”