AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Devil Hunt Explained: আসলে কোন শয়তানদের খুঁজছেন ইউনূস? তৈরি হবে না তো দ্বিতীয় ‘আয়নাঘর’?

Bangladesh Devil Hunt Explained: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে বহু মানুষকে নিখোঁজ করে দেওয়া বা গুম করে দেওয়ার অভিযোগ ওঠে। বলা হয়, ওই সব বন্দিদের একটা কালো কুঠুরিতে রাখা হত। আয়নাঘর নামেই পরিচিত ছিল সেই ঘর।

Bangladesh Devil Hunt Explained: আসলে কোন শয়তানদের খুঁজছেন ইউনূস? তৈরি হবে না তো দ্বিতীয় 'আয়নাঘর'?
Image Credit: GFX- TV9 Bangla
| Updated on: Feb 14, 2025 | 5:00 PM
Share

কোনওদিন ৫০০, কোনওদিন ৬০০, কোনওদিন আবার হাজার। কখনও কুমিল্লা, কখনও নোয়াখালি নারায়ণগঞ্জ। বাংলাদেশ জুড়ে চলছে ধরপাকড়। শুধু পুলিশ নয়, সেনাবাহিনী, নৌবাহিনী সবাই নেমেছে ময়দানে। শ’য়ে শ’য়ে মানুষ কেন গ্রেফতার হচ্ছেন? কী তাঁদের অপরাধ? খুব একটা স্পষ্ট উত্তর নেই। তবে নোবেলজয়ী মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাঁদের নাম দিয়েছে ‘শয়তান।’ নিজের দেশের মানুষকেই ‘শয়তান’ বলে অ্যারেস্ট করছে বাংলাদেশ সরকার। যৌথবাহিনীর নেতৃত্বে সে দেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। ১০ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ১৩০০ ছাড়িয়েছিল। সেখানেই থেমে নেই সংখ্যাটা। প্রতিদিন কয়েক’শ মানুষের ধরপাকড়ের খবর সামনে আসছে। প্রশ্ন উঠছে, যাঁদের গ্রেফতার করা হচ্ছে, তাঁদের কোনও বিশেষ রাজনৈতিক পরিচয় দেখা হচ্ছে? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন