Sheikh Hasina: খুশি নন ইউনুস! হাসিনাকে হাতে পেতে ভারতের দ্বারস্থ হতে পারে অন্তর্বর্তী সরকার

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 01, 2024 | 8:02 AM

India-Bangladesh: হোসেন জানান, ভারত থেকে হাসিনার করা মন্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস অত্যন্ত অখুশি। তিনি বলেন, "ভারত থেকে যেভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতি আসছে, তাতে প্রফেসর ইউনুস অত্যন্ত অখুশি। এই বিষয়ে ভারতের হাই কমিশনারকেও জানানো হয়েছে।"

Sheikh Hasina: খুশি নন ইউনুস! হাসিনাকে হাতে পেতে ভারতের দ্বারস্থ হতে পারে অন্তর্বর্তী সরকার
শেখ হাসিনা।
Image Credit source: AFP

Follow Us

ঢাকা: হাসিনাকে ফেরত চাই-ই চাই। বিক্ষোভ-গণ আন্দোলনের মুখে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের সরকারের পতনের পরই প্রাণভয়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। প্রথমে ভারত থেকে অন্য দেশে আশ্রয় নেওয়ার কথা শোনা গেলেও, এখনও ভারতেই আছেন হাসিনা। কিন্তু কতদিন? ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে উদ্যোগী বাংলাদেশ। পড়শি দেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা মহম্মদ তৌহিদ হোসেন জানালেন যে সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন জানাতে পারে ভারতের কাছে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা হয়েছে। ২টি খুনের মামলা সহ মোট ১০০টি মামলা দায়ের হয়েছে শেখ হাসিনার নামে। দেশে ফিরলেই তাঁকে অনিবার্যভাবে বিচার প্রক্রিয়া ও আইনি শাস্তির মুখে পড়তে হবে, তা আন্দাজ করা যাচ্ছে। এই পরিস্থিতিতে হাসিনা আর কখনও দেশে ফিরবেন কি না, তা নিয়ে যেখানে জল্পনা, সেখানেই ভারতের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, এমনটাও শোনা যাচ্ছে।

সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সরকারের বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা  মহম্মদ তৌহিদ হোসেন বলেন, “হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন। তবে প্রশ্নটা হল তাঁর বিরুদ্ধে এত মামলা রয়েছে…আমি এই বিষয়ে কথা বলার সঠিক ব্যক্তি নই, তবে জল্পনা শোনা যাচ্ছে যে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারতের কাছে আবেদন জানানো হতে পারে।

তিনি আরও বলেন, “যদি এখান থেকে এই দাবি ওঠে, তবে তা ভারত সরকারের জন্য লজ্জার পরিস্থিতি হবে। তাই আমার মতে, ভারত সরকার এই বিষয়টি জানে এবং নিশ্চিতভাবে তারা এই বিষয়টি দেখবে।”

হোসেন জানান, ভারত থেকে হাসিনার করা মন্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস অত্যন্ত অখুশি। তিনি বলেন, “ভারত থেকে যেভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতি আসছে, তাতে প্রফেসর ইউনুস অত্যন্ত অখুশি। এই বিষয়ে ভারতের হাই কমিশনারকেও জানানো হয়েছে। আমি সংবাদমাধ্যমকেও বলেছি কারণ আমরা স্বচ্ছ সম্পর্কে বিশ্বাস করি।”

রোহিঙ্গা ইস্যু নিয়েও মুখ খোলেন অন্তর্বর্তী সরকারের সদস্য। বলেন, “রোহিঙ্গাদের আর প্রবেশ করার অনুমতি দেওয়ার অবস্থা নেই আমাদের। এটি একটি মানবিক বিষয়, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের ইস্যু এটা। আমাদের যেটুকু করা সম্ভব ছিল, তার বাইরে গিয়েও করেছি আমরা। এবার বিশ্বের দায়িত্ব নেওয়া। ভারত অনেক বড় দেশ, যদি ওরা চায়, তবে ওরাও (রোহিঙ্গাদের) নিতে পারে। আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু আসল লক্ষ্য হল তাদের (রোহিঙ্গা) নিজের দেশে ফেরত পাঠানো।”

Next Article