Bangladesh: অস্থির পরিস্থিতির মাঝেই ‘জয় বাংলা’ নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
Bangladesh: ২০২০ সালে 'জয় বাংলা'কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করে হাইকোর্ট। ২০২০ সালের ১০ মার্চ 'জয় বাংলা'কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয় হাইকোর্ট।

বাংলাদেশ: ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান নয়। বঙ্গবন্ধুর ‘জয় বাংলা’ স্লোগান মান্যতা পেল না সেদেশের সুপ্রিম কোর্টে। এই মামলায় হাইকোর্টের রায় স্থগিতাদেশের নির্দেশ দিল শীর্ষ আদালত। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ আর বাংলাদেশের জাতীয় স্লোগান থাকছে না বঙ্গবন্ধুর ‘জয় বাংলা’।
প্রসঙ্গত, ২০২০ সালে ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করে হাইকোর্ট। ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয় হাইকোর্ট। সেই অনুযায়ী তৎকালীন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছিল আদালত। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মহম্মদ ইউনূসের তত্ত্বাবধানে থাকা অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বাংলা শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চ এই রায় দেন। ২০২০ সালের হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। সূত্রে খবর, এদিন আদালতে সরকার পক্ষের হয়ে সওয়াল করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
উল্লেখ্য, এর আগে বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশের টাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি উঠেছে। তা প্রতিষ্ঠিতও হয়। বদলে যাচ্ছে বাংলাদেশের টাকাও।

