Bangladesh MP murder: সাংসদের দেহ খুঁজতে বাগজোলা খালে নামল নৌসেনার ডুবুরি

Bangladesh MP murder: বাগজোলা খালের কৃষ্ণমাটি জিরেনগাছা ও সাতুলিয়া এলাকায় খালের জলে নেমেছিল তাঁরা। তবে নিহত সাংসদ আনোয়ারুল আজিম আনোয়ারের মৃতদেহ এখনও উদ্ধার সম্ভব হয়নি। পাশাপাশি সাংসদের ব্যবহৃত কোনও জামা, জুতো, পোশাক কিছুই উদ্ধার হয়নি।

Bangladesh MP murder: সাংসদের দেহ খুঁজতে বাগজোলা খালে নামল নৌসেনার ডুবুরি
বাগজোলা খালে নেমেছে ডুবুরি।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 4:51 PM

বাংলাদেশ: বাংলাদেশের সাংসদ খুনের তদন্ত চলছে। এরইমাঝে সোমবার বাগজোলা খালে নামল ভারতীয় নৌসেনার তিন ডুবুরি। সাংসদের দেহাংশ উদ্ধারের জন্য বাগজোলা খালে নামানো হল ডুবুরি ও ডিএমজি। এর আগেও কলকাতা ও রাজ্য পুলিশের ডিএমজি সদস্য তদন্তে নামে।

বাগজোলা খালের কৃষ্ণমাটি জিরেনগাছা ও সাতুলিয়া এলাকায় খালের জলে নেমেছিল তাঁরা। তবে নিহত সাংসদ আনোয়ারুল আজিম আনোয়ারের মৃতদেহ এখনও উদ্ধার সম্ভব হয়নি। পাশাপাশি সাংসদের ব্যবহৃত কোনও জামা, জুতো, পোশাক কিছুই উদ্ধার হয়নি। তাই সিআইডির পক্ষ থেকে খালে তদন্তের জন্য ভারতীয় নৌ সেনার সাহায্য চাওয়া হয়েছিল। এরপরই এদিন নৌসেনার তিনজন ডুবুরি আসেন কৃষ্ণমাটিতে। ডিএমজির সঙ্গে তাঁরা বাগজোলা খালে তল্লাশি শুরু করেছে।

গত ১২ মে কলকাতায় এসেছিলেন আজিম আনোয়ার। ঘনিষ্ঠ এক সোনা ব্যবসায়ীর বাড়িতে উঠেছিলেন তিনি। এরপর ৫ দিন নিখোঁজ থাকার পর জানা যায় তাঁকে খুন করা হয়েছে। নিউটাউনের একটি ফ্ল্যাটে পেশাদার খুনি এনে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ১৩ তারিখ একটি ভাড়ার গাড়িতে বেরিয়েছিলেন তিনি। এরপরই এই ঘটনা। যত সময় এগিয়েছে, এই ঘটনায় সাংঘাতিক সব তথ্য উঠে এসেছে। যার পরতে পরতে নৃশংসতা।