ঢাকা: বান্দরবানের (Bandarban) রোয়াংছড়ির পাহাড়ের উপর থেকে উদ্ধার হল গুলিবিদ্ধ ৩টি মৃতদেহ। যার মধ্যে আওয়ামী লিগ (Awami League) দলের এক নেতাও রয়েছেন। সোমবার বিকালে বান্দরবানের পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করেছে। পাহাড়ের উপর থেকে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এঁদের পরস্পরের মধ্যে অথবা কোনও গোষ্ঠীর সঙ্গে এঁদের গোলাগুলির ঘটনাতেই ৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বান্দরবান পুলিশ (Bandarban Police)।
পুলিশ জানায়, নিহতদের নাম, লাল লিয়ান বম (৩২), সিমলিয়ান থাং বম (৩০) এবং নেমথাং বম (৪৩। তিনজনই রোয়াংছড়ির বাসিন্দা। রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের পাইংখ্যং পাড়ায় একটি পাহাড়ের উপর থেকে এঁদের দেহ উদ্ধার হয়েছে। কারা, কেন এঁদের উপর গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। দেহগুলি বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে বান্দরবান পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে আধিপত্য বিস্তার নিয়ে ‘ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’ এবং ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’-এর মধ্যে বিবাদ রয়েছে। গত কয়েকদিন ধরেই এই দুই গোষ্ঠীর বিবাদ চরমে উঠেছে। সেই বিবাদের জেরেই এদিন পাহাড়ের উপর গোলাগুলি চলে এবং ৩ জনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি। মৃতদের মধ্যে নেমথাং বম স্থানীয় সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লিগের সভাপতি ছিলেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।