কলকাতা ও ঢাকা: ঘরের পাশেই যেন আরেক মলদ্বীপ। সম্প্রতি, বাংলাদেশে ভারত বয়কটের ডাক দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য বর্জন করার জন্য একটা প্রচার চলছিল। অজ্ঞাত পরিচয়-ভুয়ো সব অ্যাকাউন্ট থেকে এই প্রচার চালানো হচ্ছিল। এখন, তা রাজনৈতিক চেহারা পেয়েছে। ভোটে অংশ না নিলেও, শক্তি অনুযায়ী বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। তারা এবং আরও কয়েকটি বিরোধী দল সরাসরি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। যদিও, এই ডাকে সাড়া খুব একটা মিলছে না। ইদের আগে, বাংলাদেশের দোকানে দোকানে যেমন বিক্রি হচ্ছে ভারতীয় সামগ্রী, তেমনই ভারত থেকেও ব্যাগ ভর্তি করে ভারতীয় পণ্য কিনে দেশে ফিরছেন বাংলাদেশিরা। কিন্তু হঠাৎ, ভারত বয়কটের ডাক উঠল কেন? আসুন বিষয়টা বুঝে নেওয়া যাক – বয়কট ভারত বেশ কিছুদিন ধরে সুনির্দিষ্ট কিছু ভারতীয় পণ্য বর্জনের পক্ষে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছিল। এই বিষয়ে বেশ কিছু গ্রুপও খোলা হয়। এই গ্রুপগুলিতে বহু মানুষ সদস্যও হন। এই গ্রুপগুলিতে অনেকেই দাবি করেন, তাঁরা ভারতীয় পণ্যের বদলে দেশিয় বা অন্য দেশের (বিশেষ করে...