Bangladesh Plane Crash: ‘স্কুল ছুটির সময় হয়ে এসেছিল, আমি ক্লাস নিচ্ছিলাম, হঠাৎই দেখি…’, স্কুলের ওপর ভেঙে পড়ল যুদ্ধবিমান, চোখের সামনে যা হতে দেখলেন শিক্ষক
Bangladesh Plane Crash: বাংলাদেশি সেনার এই F7 BGI মূলত চিনা বিমান। এটা বাংলাদেশ এয়ারফোর্সের একটা অংশ। এই বিমানটিকে মূলত ব্যবহার করা হয় প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেই। জানা যাচ্ছে, মাইলস্টোন স্কুল ও কলেজে ক্লাস চলাকালীনই ভয়ঙ্কর বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।

ঢাকা: F7 BGI! বাংলাদেশে একটি স্কুলের ওপর ভেঙে পড়ল যুদ্ধবিমান। প্রশিক্ষণ দেওয়ার সময়েই দুর্ঘটনা। ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন বহু। একটি স্কুলের ওপর ভেঙে পড়ায়, মারাত্মক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আহত শিক্ষক-পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যাচ্ছে, বাংলাদেশি সেনার এই F7 BGI মূলত চিনা বিমান। এটা বাংলাদেশ এয়ারফোর্সের একটা অংশ। এই বিমানটিকে মূলত ব্যবহার করা হয় প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেই। জানা যাচ্ছে, মাইলস্টোন স্কুল ও কলেজে ক্লাস চলাকালীনই ভয়ঙ্কর বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্কুলের ছাদের একাংশের ওপর ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। তারপরই বিধ্বংসী আগুন। আগুনে ঝলসে যান একাধিক।
এখন টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে আহত এক শিক্ষকের মুখে উঠে আসে ঘটনার মুহূর্তের ভয়ঙ্কর বর্ণনা। তিনি সে সময়ে ক্লাস নিচ্ছিলেন। হাসপাতালের বেডে শুয়েই তিনি বলেন, “দক্ষিণ সাইডের যে গ্রিল, তার পাশে আমাদের একজন শিক্ষক ছিলেন। আমরা যখন ক্লাস নিচ্ছিলাম, তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তখন ছুটির সময় হয়ে এসেছিল। বাচ্চাদের লাইনে দাঁড় করানো হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ঘটে। দুর্ঘটনার পরপরই প্রচণ্ড ধোঁয়া। সামনে আগুন, ভিতরে ধোঁয়া, ঠিক কোন রাস্তা দিয়ে পালাব, বুঝতেই পারছিলাম না।”
ওই শিক্ষকের দুটো হাত, মুখের একাংশ ঝলসে গিয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি জানাচ্ছেন, “আমাদের অনেকেই তখন ভিতরে আটকে গিয়েছে। যে যেদিকে পেরেছেন দৌড়েছেন।” ঠিক কত জন ক্ষতিগ্রস্ত, সেই পরিসংখ্যান এখনই পাওয়া যায়নি।

