AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: মধ্যরাতে সংসদ ভাঙার ঘোষণা রাষ্ট্রপতির, কবে নির্বাচন বাংলাদেশে?

Bangladesh Unrest: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। ছেড়েছেন দেশ। আপাতত সেনার হাতেই বাংলাদেশের শাসনভার। ঘটনাবহুল সোমবার মধ্য রাতেও বড় চমক। বিশেষ ঘোষণা করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। 

Bangladesh: মধ্যরাতে সংসদ ভাঙার ঘোষণা রাষ্ট্রপতির, কবে নির্বাচন বাংলাদেশে?
বাংলাদেশের রাষ্ট্রপতি।Image Credit: X
| Updated on: Aug 06, 2024 | 6:50 AM
Share

ঢাকা: বাংলাদেশে পালাবদল। ভাঙল সরকার। জনআন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। ছেড়েছেন দেশ। আপাতত সেনার হাতেই বাংলাদেশের শাসনভার। ঘটনাবহুল সোমবার মধ্য রাতেও বড় চমক। বিশেষ ঘোষণা করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।  মধ্য রাতে তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পর আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা করেন।

রাষ্ট্রপতি জানান, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গড়তে মিলিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভাষণে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দ্রুত নতুন নির্বাচন করে সরকার নির্বাচিত হবে।

বাংলাদেশের রাষ্ট্রপতি আরও বলেন, “তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক দলের প্রতিনিধি, সমাজের প্রতিনিধি ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠকে জরুরিভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক দল ও অংশীদারদের সঙ্গে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে।

রাষ্ট্রপতি ঘোষণা করেন যে সংরক্ষণ বিরোধী  ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সকল বন্দিদের মুক্তি দেওয়া হবে।  ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্যও  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, বৈঠকে সর্বসম্মতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটপাট, ধ্বংসাত্মক কর্মকান্ডকে বন্ধ করতে রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানান। সংখ্যালঘুদের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষার আর্জিও জানান তিনি।

আজ, মঙ্গলবার থেকে বাংলাদেশের সমস্ত অফিস-কাছারি খুলবে বলেই ঘোষণা করেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদেরও আলোচনা করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান চালু করার আর্জি জানান।