ঢাকা: ফের অশান্তির আগুনে জ্বলে উঠবে বাংলাদেশ? শেখ হাসিনার দল আওয়ামি লীগের বিক্ষোভ কর্মসূচি এবং তার পাল্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে বিক্ষোভ কর্মসূচি ঘিরেই উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনার দেশ ছাড়ার তিন মাস পর আজ, রবিবার ঢাকায় আওয়ামি লীগ ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে। এই ঘোষণার পরই ইউনূস সরকার সাফ জানিয়েছে যে ‘ফ্যাসিস্ট দল’কে কোনওভাবেই বাংলাদেশে বিক্ষোভ-প্রতিবাদ করতে দেওয়া হবে না।
বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের মুখে গত ৫ অগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই বারবার আক্রমণের মুখে পড়েছে আওয়ামি লীগ। অন্তর্বর্তী সরকারও আওয়ামি লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে এবার চুপ করে থাকতে নারাজ হাসিনার দল।
শনিবারই আওয়ামি লীগের ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়, ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা’র দাবিতে আজ ঢাকার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হচ্ছে। আওয়ামি লীগের সমর্থক ও সাধারণ মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে।
এদিকে, ইউনূস সরকারও পাল্টা জানিয়ে দিয়েছে যে তারা আওয়ামি লীগকে কোনওভাবেই বিক্ষোভ আন্দোলন করতে দেবে না। মহম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকূল আলম শনিবারই বিবৃতি জারি করে বলেন, “ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে আওয়ামি লীগ। আর বাংলাদেশে কোনওভাবে ফ্যাসিস্ট দলকে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না।”
অন্তর্বর্তী সরকার কোনও রকমের হিংসা বা আইন-শৃঙ্খলা ভাঙা বরদাস্ত করবে না, এই হুঁশিয়ারি দিয়েই বলা হয়েছে, যারা আওয়ামি লীগের এই মিছিলে সামিল হবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, আওয়ামি লীগের বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের তরফেও পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। আজ, রবিবার দুপুর ১২টা থেকে তারাও ঢাকার জিরো পয়েন্টে জমায়েতের ডাক দিয়েছে। শনিবার রাত থেকেই আন্দোলনকারীরা জমায়েত হয়ে শেখ হাসিনার শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছে।