ঢাকা: দেশে দ্বিতীয় করোনার ঢেউয়ের জন্য দায়ী বি.১.৬১৭.২ স্ট্রেন। এমনটা মনে করেন বিশেষজ্ঞ মহলের একাংশ। দেশ পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ডেল্টা স্ট্রেন। প্রতিবেশী বাংলাদেশেও (Bangladesh) থাবা বসিয়েছে ডেল্টা। সে দেশে জিনোম সিকোয়েন্সিং করে বিজ্ঞানীরা দেখেছেন ৬৮ শতাংশ আক্রান্তের শরীরেই ডেল্টা স্ট্রেন।
ঢাকা থেকে সংগৃহীত ৬০ নমুনার ৪১টিতেই ডেল্টা স্ট্রেন পাওয়া গিয়েছে। যা প্রথমে ছড়িয়েছিল ভারতে। মে মাসের শেষ ও জুন মাসে প্রথমে এই নমুনাগুলি সংগৃহীত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশের গবেষণাকেন্দ্র আইসিডিডিআরবি। ৬০ নমুনার মধ্যে ৬৮ শতাংশ ডেল্টা স্ট্রেনের ও ২২ শতাংশ বিটা স্ট্রেনের যা আগে দক্ষিণ আফ্রিকায় ছড়িয়েছিল।
এর আগে বাংলাদেশে নাইজেরিয়ায় ছড়িয়ে পড়া করোনা স্ট্রেনও ছড়িয়েছে। তবে এর আগের জিনোম সিকোয়েন্সিংয়েও ডেল্টা স্ট্রেনেরই আধিপত্য দেখা গিয়েছিল। তখন ৫০টি নমুনা জিনোম সিকোয়েন্সিং করে ৪০টিতেই ধরা পড়েছিল ডেল্টা। বাংলাদেশে প্রথম ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল ৮ মে। তারপর ক্রমেই ছড়িয়ে পড়েছে এই স্ট্রেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেল্টা স্ট্রেনকে আগেই উদ্বেগজনক স্ট্রেনের তকমা দিয়েছে।
আরও পড়ুন: দেনায় দায়ে জর্জরিত সুদান, ৬৫ কোটি সাহায্য বাংলাদেশের